Calcutta High Court: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের পর থেকেই পুরুলিয়ার ঝালদা পুরসভায় একাধিক পট পরিবর্তন ঘটেছে। রাজ্যে একমাত্র এই পুরসভায় কিছুদিন ক্ষমতায় ছিল কংগ্রেস। কখনও তৃণমূল, কখনও কংগ্রেস, আবার কারও সমর্থনে নির্দল কাউন্সিলর ক্ষমতায় থেকেছে এই পুরসভায়। ২০১৬-থেকে এই পুরসভায় কাউন্সিলরদের একাংশের নিয়মিত দল পরবির্তনই যেন দস্তুর। বৃহস্পতিবার ফের ঝালদা নিয়ে নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
ঝালদা পুরসভায় (Jhalda Municipality) ফের ক্ষমতার পরিবর্তন। বুধবার পুরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)। পাশাপাশি পুরসভার দায়িত্ব বর্তাচ্ছে স্থানীয় মহকুমা শাসকের ওপর। আদালতের নির্দেশ, আগামী ৭ দিনের মধ্যে চেয়ারম্যান নির্বাচন করতে হবে ঝালদা পুরসভায়। কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচি (Kaustav Bagchi) বলেন, 'শীলা চট্টোপাধ্যায় বেইমানির ফল পেলেন। চেয়ারম্যান ভোট হোক দেখা যাক কি হয়। আমরা সব কিছুর জন্যই প্রস্তুত।'
আরও পড়ুন- Howrah Clash: হাওড়ায় সংঘর্ষ-ইটবৃষ্টি, মমতার বিরুদ্ধে উস্কানির অভিযোগ বিজেপির, মুখ খুললেন মন্ত্রী অরূপ
গত বছর সেপ্টেম্বরে তিন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দেয়। দুই নির্দল কাউন্সিলরও শাসক শিবিরে ভিড় জমায়। এমনকী তপন কান্দুর (Tapan Kandu) ভাইপো মিঠুন কান্দুও হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলে (TMC) যোগ দিয়ে নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় (Shila Chatterjee) চেয়ারপার্সন থেকে যান। ঝালদা পুরসভা নিয়ে বারে বারে আদালতে মামলা হয়েছে।
আরও পড়ুন- Nisith Pramanik: তুলকালাম স্বস্তির দিনেও ‘কাঁটা’ যেন রয়েই গেল নিশীথের! ফের কেন কোর্টে যেতেই নির্দেশ
কংগ্রেস বহু লড়াই করেও নিজেদের হাতে ক্ষমতা ধরে রাখতে পারেনি। এবার ফের চেয়ারম্যান নির্বাচনের সুযোগ এসেছে। ক্ষমতার দৌড়ে কি ফের কংগ্রেস ঝালদার ক্ষমতা ফিরে পাবে? নাকি ক্ষমতায় থেকে যাবে তৃণমূল কংগ্রেস? এটাই এখন বড় প্রশ্ন।