Advertisment

Digha-Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে বিরাট খবর! রকেট গতিতে এগোচ্ছে কাজ, কী জানাল হাইকোর্ট?

Calcutta High Court-Jagannath Temple Digha: দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এটি। জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে গোটা দেশ তথা বিশ্বের কাছে দিঘা তথা বাংলার জনপ্রিয়তা বিপুলভাবে বেড়ে যাবে বলে মনে করছে রাজ্য সরকার। দিঘাকে ঢেলে সাজাতে ইতিমধ্যেই গত কয়েক বছরে একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে।

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta high court order regarding digha jagannath temple, দিঘা জগন্নাথ মন্দির কলকাতা হাইকোর্ট

Digha-Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে বড় খবর!

Jagannath Temple-Digha: রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ প্রায় শেষের পথে। সৈকত নগরীতে জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন সময়ের অপেক্ষা মাত্র। তবে দিঘার জগন্নাথ মন্দির নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে।

Advertisment

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মামলাকারীর বক্তব্য ছিল, শুধুমাত্র রাজারহাট এলাকায় উন্নয়নের কাজ করতে পারে হিডকো। রাজারহাটের বাইরে পরিকাঠামোগত উন্নয়নের কোনও ক্ষমতা নেই হিডকোর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছিল।

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, হিডকো রাজ্যের অন্যত্র উন্নয়নের কাজ করলে তাতে কোনও ভুল নেই। বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের দায়িত্ব রাজ্য সরকারেরই। রাজ্যের যে কোনও বিভাগ সেই দায়িত্ব নিতে পারে। এক্ষেত্রে কোনও সমস্যা নেই।

আরও পড়ুন- Air Conditioner: বর্ষায় দেদার চালাচ্ছেন AC? কী বলছেন বাংলার বিশিষ্ট চিকিৎসক? কোন কাজটি আগে করবেন?

দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এটি। জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে গোটা দেশ তথা বিশ্বের কাছে দিঘা তথা বাংলার জনপ্রিয়তা বিপুলভাবে বেড়ে যাবে বলে মনে করছে রাজ্য সরকার। দিঘাকে ঢেলে সাজাতে ইতিমধ্যেই গত কয়েক বছরে একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে।

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর আগে পড়ুন! অভূতপূর্ব তৎপরতায় যুগান্তকারী সাফল্যের শিখরে কলকাতা মেট্রো

দিঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলে গেলে গোটা রাজ্যের ক্ষেত্রেই তা অনন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে এই কাজের তদারকি করছেন নিয়মিত। তাঁরই নির্দেশে পালা করে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ খতিয়ে দেখে যাচ্ছেন নবান্নের শীর্ষ কর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েকদিনের মধ্যেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা।

আরও পড়ুন- Nabanna initiative on Lynching: গুজবে দিকে দিকে গণপিটুনি! মারাত্মক প্রবণতা রুখতে ভীষণ কঠিন পদক্ষেপ নবান্নের

Jagannath Temple Calcutta High Court Digha
Advertisment