Sandeshkhali three BJP workers murder CBI probe: সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোমবার সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
২০১৯ সালের ৮ জুন উত্তর ২৪ পরগনার দ্বীপাঞ্চল সন্দেশখালিতে নৃশংসভাবে খুন হন দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল। এই খুনের মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান। এই মামলায় এবার CBI-এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ আদালতের।
সন্দেশখালিতে ২০১৯ সালের ৮ জুন নৃশংসভাবে পিটিয়ে-গুলি করে খুন করা হয়েছিল। নিহতদের পরিবারের অভিযোগ, পুলিশ প্রাথমিকভাবে কোনও ব্যবস্থা নেয়নি। পরে ব্যবস্থা নিলেও সেটাও লোকদেখানো ছিল বলে অভিযোগ তোলে বিজেপি। প্রাথমিকভাবে পুলিশ এমনভাবে মামলা সাজায় যে অভিযুক্তরা মামলা থেকে রেহাই পেয়ে যায় বলে দাবি নিহতদের পরিবারের।
আরও পড়ুন- West Bengal News Live Updates:কসবার ল' কলেজে গণধর্ষণ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
নিম্ন আদালতে এই মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল। শেষমেশ ২০২৪ সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। ততক্ষণে গ্রেফতার হয়ে গিয়েছিলেন সন্দেশখালিতে খুনে মূল অভিযুক্ত শেখ শাহজাহান। নিহতের পরিবারের আইনজীবীরা আদালতে পুলিশের বিরুদ্ধে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ তোলেন।
আরও পড়ুন- weekend getaway:এবেলা বেরিয়ে ওবেলা ফিরুন! বর্ষায় কলকাতার কাছের এপ্রান্তের অনির্বচনীয় শোভার প্রেমে পড়বেনই!
নিহতদের পরিবারের অভিযোগ খতিয়ে দেখে উচ্চ আদালত। আজ কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থার যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে সন্দেশখালিতে বিজেপি কর্মীদের খুনের তদন্তের নির্দেশ দিয়েছে।