/indian-express-bangla/media/media_files/2025/06/30/diamond-2025-06-30-11-25-47.jpg)
monsoon getaway: ভরা বর্ষায় কলকাতার কাছের এই এলাকায় বেড়ানোর ভরপুর স্বাদ নিন।
monsoon getaway: প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের অবসর সবাই চায়। তবে ইচ্ছে থাকলেও টানা কয়েকদিনের ছুটি ম্যানেজ করাটা বর্তমান দিনে ভীষণ কঠিন হয়ে পড়ে চাকরিজীবীদের একটি বড় অংশের জন্য। অনেকেই মুড ফ্রেশ করতে উইকেন্ডে একটি দুরন্ত ট্রিপের আশায় থাকেন। ভ্রমণপ্রিয়দের সেই অংশের জন্যই এই বিশেষ প্রতিবেদন।
কলকাতা থেকে চাইলে সকালে বেরিয়ে সন্ধ্যের মধ্যেই ফিরতে পারেন বাড়ি। আলাদা করে অফিস ছুটি নেওয়ারও দরকার নেই। একদিনের ছুটিতেই ঘুরে আসুন কলকাতার নাকের ডগার এলাকা ডায়মন্ড হারবার থেকে। হুগলি নদীর পাড়ের এই এলাকায় বর্ষায় 'রথ দেখা কলা বেচা' দুই হবে। ছুটির একটি দিনে এখানকার নদী পাড়ে বসেই কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। ভরা বর্ষায় ডায়মন্ড হারবারের এই হুগলি নদীর উথাল পাথাল করা রূপ মন ভরিয়ে তুলবে।
ডায়মন্ড হারবারে বর্ষাকালে বেড়াতে এলে বাড়তি পাওনা সস্তায় ইলিশ খাওয়া। শুধু ইলিশ খাওয়াই নয়, চাইলে ব্যাগে বেঁধে নদীর এই রূপোলি শস্য নিয়ে ফিরতে পারেন বাড়িতেও। সেই সব ব্যবস্থা করে দেন এখানকার মাছ ব্যবসায়ীরা। চাইলে ডায়মন্ড হারবার থেকে রায়চক, নৈনান, ফলতা, নূরপুরের মতো নদী পাড়ের অপূর্ব সব এলাকায় ঢুঁ মারতেই পারেন।
আরও পড়ুন- weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে!
বর্ষায় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবদের নিয়ে ডায়মন্ড হারবারে একদিন কাটিয়ে যেতেই পারেন। চাইলে কলকাতা থেকে সকালে বেরিয়ে সন্ধ্যের মধ্যেই ফিরতে পারেন বাড়িতে। তা না হলে একটা দিন কাটিয়ে, আসুন পরের দিন। থাকার জন্য ডায়মন্ড হারবার শহরে একাধিক হোটেল, রিসর্ট পেয়ে যাবেন। তেমনই বেশ কিছু ভালো ভালো রিসর্ট বা হোটেল আপনি পাবেন কাছের রায়চক, নুরপুর কিংবা ফলতায়। অনেক রিসর্টে রয়েছে সুইমিং পুল। চাইলে সেখানে স্নানের দুরন্ত মজা উপভোগ করতে পারেন। মন চাইলে ডায়মন্ড হারবারে হতে পারে নৌকা-বিহারও।
কলকাতা থেকে ট্রেন কিংবা সড়কপথ উভয়ভাবেই ডায়মন্ড হারবারে পৌঁছোনো যায়। কলকাতা থেকে ট্রেনে গেলে আপনাকে শিয়ালদহ দক্ষিণ শাখার প্ল্যাটফর্মে পৌঁছে যেতে হবে। সেখান থেকে লোকাল ট্রেনে সরাসরি ডায়মন্ড হারবার স্টেশনে গিয়ে নামতে পারেন।
সড়কপথে কলকাতা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার জন্য হয় ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারেন কিংবা বাসেও যেতে পারেন। গাড়িতে কিংবা বাসে গেলে আপনাকে ১১৭ নং জাতীয় সড়ক ধরে ডায়মন্ড হারবারে পৌঁছোতে হবে। কলকাতার ধর্মতলা, বাবুঘাট থেকে ডায়মন্ড হারবার যাওয়ার জন্য বাস মিলবে। কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব মেরে-কেটে ৫০ কিলোমিটারের মতো। গাড়িতে যেতে সময় লাগবে ঘন্টা দুয়েকের বেশি।