প্রশ্ন ভুল মামলা, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে হাজিরার নির্দেশ আদালতের

এর আগে এই একই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে জরিমানা করেছিল কলকাতা হাইকোর্ট।

এর আগে এই একই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে জরিমানা করেছিল কলকাতা হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta Highcourt directed west bengal primary education board president to appear in court

প্রাথমিক টেট পরীক্ষায় প্রশ্ন ভুল মামলায় এবার পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালতে হাজিরার নির্দেশ। আগামী সোমবার বেলা ১১ টায় কলকাতা হাইকোর্টে হাজিরার নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মানিক ভট্টাচার্যকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ মেনে কেন যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা তিনি করেননি তা জানাতে হবে মানিক ভট্টাচার্যকে।

Advertisment

২০১৪ সালের প্রাথমিক টেট পীরক্ষায় ভুল প্রশ্ন নিয়ে মামলায় আরও বিপাকে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। এর আগে ভুল প্রশ্ন মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে জরিমানা করেছিল কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালের প্রাথমিক টেট পীরক্ষার মোট ৬টি প্রশ্ন ভুল ছিল। পরবর্তী সময়ে পর্ষদ জানায় যাঁরা ওই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রত্যেককে পুরো নম্বর দেওয়া হবে। তবে পরীক্ষার্থীদের আজও সেই নম্বর দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রাথমিক শিক্ষা পর্ষদকে কাঠগড়ায় তুলে এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা। ১৯ পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন।

আরও পড়ুন- অভিষেককে ফের দিল্লি তলব ED-র, এই নিয়ে তৃতীয় বার

Advertisment

গত শুক্রবার সেই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মামলাকারী ১৯ জনকেই ২০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয় মানিক ভট্টাচার্যকে। জরিমানার টাকা মানিক ভট্টাচার্যকে তাঁর নিজের উপার্জনের অংশ থেকেই দেওয়ার নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন- গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণাবর্ত, রবিবার থেকে প্রবল বৃষ্টি

এবার ওই একই মামলায় আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে। ২০১৮ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কেন যোগ্য প্রার্থীদের চাকরির বিষয়ে কোনও সিদ্ধান্তে তিনি এলেন না, আদালতে বিস্তারিতভাবে তার ব্যাখ্যা দিতে হবে মানিক ভট্টাচার্যকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata highcourt West Bengal Primary TET Primary TET