বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যলেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ গ্রুপ-সির চাকরিচ্যুতরা। চাকরিহারা ৮৪২ জনকে মামলায় দায়ের করার অনুমতি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।
কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগে এর আগে গত শুক্রবার এসএসসি-র গ্রুপ-সির ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের পরেই তড়িঘড়ি পদক্ষেপ করে স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। ৮৪২ জনের চাকরি বাতিল ইস্যুতে জারি হয় বিজ্ঞপ্তি।
এসএসসি-র গ্রুপ-সির চাকরিহারা ৮৪২ জনের মধ্যে রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর ছেলেমেয়ে ও অন্যান্য আত্মীয়রাও রয়েছেন। যা নিয়ে তৃণমূলকে তুলোধনা করে সুর চড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। পঞ্চায়েত ভোটের মুখে নিয়োগ দুর্নীতি নিয়ে সরকার-বিরোধী আওয়াজ আরও তীব্র করতে চাইছে বাম, কংগ্রেস, বিজেপি।
আরও পড়ুন- ‘বড়বাবুকে থানাতেই আটকে রাখব’, পুলিশকে চরম বার্তা মন্ত্রী সিদ্দিকুল্লার
এদিকে, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন চাকরিচ্যুত ৮৪২ জন। হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ চাকরিহারাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই উচ্চ আদালতে সেই মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুন- সাতসকালে তুমুল চাঞ্চল্য, ডিএ ধর্না-মঞ্চ বোমা মেরে ওড়ানোর ‘হুমকি’
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার এসএসসি-র গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার বিকেল ৩টের মধ্যে এঁদের নিয়োগপত্র বাতিল করতে নির্দেশ দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকেও। শুধু তাই নয়, আগামী ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকেই নতুন নিয়োগের ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে এবার ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিচ্যুতরা।