/indian-express-bangla/media/media_files/2025/06/20/rabin-2025-06-20-10-13-10.jpg)
Rabin Balde: অনন্য নজির সুন্দরবন এলাকার যুবক রবীন বলদের।
Rabin Balde: অদম্য জেদ, একাগ্রতা আর ইচ্ছাশক্তি এবং শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তাকে সঙ্গী করে বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবীন বলদে। প্রায় ১১ ঘণ্টা ধরে হিমশীতল জল, বিশাল ঢেউ এবং কঠিন প্রকৃতি-পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় স্থান করে নিলেন তিনি।
ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যবর্তী এই জলপথটি সমগ্র বিশ্বের সাঁতারুদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। সুন্দরবনের যুবক রবিন সেই চ্যালেঞ্জকে নিজের অধ্যবসায় এবং সাহসিকতায় রূপ দিলেন সাফল্যে। সকাল থেকে শুরু করে টানা সাঁতার কেটে রবিন বলদে অতিক্রম করেন প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই জলপথ।
বিশেষজ্ঞদের মতে, ইংলিশ চ্যানেল জয় করা শুধুমাত্র এক শারীরিক পরীক্ষাই নয়, এটি মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রকৃত মাপকাঠি। এই অসাধারণ সাফল্যের জন্য রবিন বলদেকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠন, প্রশাসনের আধিকারিকরা থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা। স্থানীয় মানুষজনের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস ও গর্বের সঞ্চার হয়েছে রবিন বলদের এই সাফল্যের ফলে।
রবিনের এই অভিযান শুধু এক ব্যক্তিগত স্বপ্নপূরণ নয়! রবিন বলদে এই ইংলিশ চ্যানেল পার হওয়ার মধ্য দিয়ে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য রক্ষার বার্তাও সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন। জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির সুরক্ষার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসে তিনি যুক্ত করেছেন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত দিক।
সুন্দরবনের যুবক আন্তর্জাতিকস্তরে ইতিহাস তৈরির পর বলেন, “ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন দীর্ঘ দিনের। বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছিলাম। অনেক পরিশ্রম ও ত্যাগের ফল পেয়েছি। আমি শুধু নিজের জন্য নয়, বাংলার জন্য, দেশের জন্য লড়েছি। এই সাফল্য সমগ্র দেশবাসীকে উৎসর্গ করতে চাই। কারণ মানুষের ভালোবাসা না থাকলে এমন সাফল্য কখনই সম্ভব নয়।”
আরও পড়ুন- Damodar river lorries stuck: জল থইথই দামোদর! ভাসল একের পর এক লরি, তুমুল চাঞ্চল্যে হুলস্থূল
অন্যদিকে, তাঁর সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বহু প্রতিভাপন্ন তরুণ ক্রীড়াপ্রেমীরা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকা থেকে, যেখানে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হওয়া এখনও বিরল! সেখানে এমন অভাবনীয় সাফল্য জীবন্ত দৃষ্টান্ত।
রবিন বলদের পরিবার, কোচ ও স্থানীয় ক্লাব সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের আরও বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে রবিনের। প্রস্তুতি চলছে পরবর্তী অভিযানের জন্য। আর রবিন বলদের এই সাফল্য আজকে নিঃসন্দেহে বাংলা তথা ভারতবর্ষের ক্রীড়াজগতে এক নতুন ইতিহাস। তাঁর জয় যেন নতুন প্রজন্মের মধ্যে স্বপ্ন দেখার সাহস জোগায় এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা।