Advertisment

সানি লিওনি-নেহা কক্করের পর বাংলার কলেজে এবার সিনচন!

শিলিগুড়ি কলেজে বিএসসি(অনার্স)-র মেধা তালিকায় সিনচনের নাম দেখে তাজ্জব সকলে।

author-image
IE Bangla Web Desk
New Update
shinchan, সিনচন, শিঞ্চন, সিনচন, কলেজে ভর্তিতে সিনচন

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সানি লিওনি, নেহা কক্করের মতো কি এবার কলেজে ভর্তি হবে সিনচন? বলিউড নায়িকা সানি লিওনি, 'কোকাকোলা'- 'আঁখ মারে'-এর মতো সুপারহিট গানের গায়িকা নেহা কক্করের পর এবার বাংলার কলেজের মেধাতালিকায় উঠল জনপ্রিয় কার্টুন চরিত্রর নাম। শিলিগুড়ি কলেজে বিএসসি(অনার্স)-র মেধা তালিকায় সিনচনের নাম দেখে তাজ্জব সকলে।

Advertisment

শিলিগুড়ি কলেজের এক আধিকারিক জানান, ''সিনচনের নাম নজরে আসতেই তা সরানো হয়। নতুন তালিকা কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। কেউ বদমায়েশি করে এটা করতে পারে''।শিলিগুড়ি কলেজে বিএসসি(অনার্স)-র মেধা তালিকায় সিনচনের নাম দেখে তাজ্জব সকলে।

ওই আধিকারিকের কথায়, অনলাইনে ভর্তি প্রক্রিয়ায় মেধাতালিকা তৈরি করছে একটি এজেন্সি। তবে ক্লাস শুরুর আগে সব পড়ুয়ার সমস্ত নথি ভালভাবে খতিয়ে দেখবেন কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আশুতোষ কলেজে আগামী সেমিস্টারে ক্লাস করতে আসছেন সানি লিওন! নিজেই দিলেন সে খবর

28, 2020

উল্লেখ্য়, এ ধরনের ঘটনা প্রথম নয়। কলকাতার আশুতোষ কলেজে স্নাতকস্তরে ইংরেজির মেধাতালিকায় জ্বলজ্বল করেছিল বলিউড নায়িকা সানি লিওনির নাম। যা দেখে রীতিমতো তোলপাড় পড়ে যায়। মজা করে টুইটারে সানি লেখেন, ''পরের সেমেস্টারে সকলের সঙ্গে দেখা হবে। আশা করছি তোমরা আমার ক্লাসে থাকবে''।

এতেই শেষ নয়, মালদার মানিকচক কলেজের বিএ ইংরেজি অনার্সের মেধাতালিকায় দেখা যায় বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের নাম। কলকাতার আশুতোষ কলেজের পাশাপাশি আরও কয়েকটি কলেজে একইরকমভাবে সানির নাম দেখে তোলপাড় হয় সোশ্য়াল মিডিয়া।

উল্লেখ্য়, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার নিখরচায় অনলাইনে ভর্তি প্রক্রিয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রাজ্য় সরকার। কিন্তু সেই পদ্ধতিতে একের পর এক যেভাবে এমন ঘটনা সামনে আসছে, তাতে ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal
Advertisment