/indian-express-bangla/media/media_files/9bOXL1YE3wPjuv7edpWV.jpg)
গত সোমবার তৃণমূলের একটি ধরনা মঞ্চ থেকে 'বদলা' নেওয়ার হুমকি দিয়েছিলেন লাভলি মৈত্র।
Lovely Maitra: 'বদলা' মন্তব্যে বিতর্কের জেরে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গত সোমবার তৃণমূলের একটি ধরনা মঞ্চ থেকে 'বদলা' নেওয়ার হুমকি দিয়েছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক। সেই মন্তব্যের জেরে লাভলির বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক মামলাকারী। বুধবার আদালত লাভলির বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।
সোমবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি। সেখানেই তিনি বিরোধীদের উদ্দেশে ‘বদলা নেওয়ার’ হুঁশিয়ারি দেন বলে অভিযোগ ওঠে। এই মন্তব্যের জেরে বিরোধীরা তো বটেই, নাগরিক সমাজের তরফেও ব্যাপক সমালোচনা হয়। তার পরই লাভলিকে দলের শীর্ষ নেতৃত্বের তরফে সতর্ক করা হয়।
কী বলেছেন লাভলি মৈত্র?
জানা গিয়েছে, লাভলিকে নিয়ে সোনারপুরেরই তৃণমূল কর্মীদের বিস্তর অভিযোগ রয়েছে। তাঁর কর্মপদ্ধতি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে একাধিক অভিযোগ জানান কর্মীরা। লাভলিকে এই বিষয়ে সতর্কও করেছিল তৃণমূল। সোমবার সোনারপুরের কর্মসূচি থেকে লাভলি বলেন, 'বদল তো ২০১১-তে হয়েছিল। ২০২৪-এ বদলা হবে।' এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে, সেই আঙুল কীভাবে নামাতে আমরা খুব ভাল ভাবে জানি।'
আরও পড়ুন প্রকাশ্যে 'বদলা' মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল, লাভলি মৈত্রকে সতর্ক করল শীর্ষ নেতৃত্ব
সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে লাভলি বলেন, বদলা না নেওয়ার কারণেই তাঁরা এখনও ঘুরে বেড়ান। মঙ্গলবারই লাভলির মন্তব্যের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সায়ন।