Advertisment

কড়া CBI নজরে অনুব্রত, বোলপুরের বাড়ি গিয়ে নোটিস, আগামিকালই তলব

পরবর্তী পদক্ষেপ স্থির করতে নিজাম প্যালেসে চূড়ান্ত তৎপরতা। মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছেছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর।

author-image
IE Bangla Web Desk
New Update
anubrata mandal not cooperate with cbi in lottery controversy

সিবিআই জেরায় অসহযোগিতা কেষ্ট মণ্ডলের।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই। সূত্রের খবর, ই-মেল মারফৎ বীরভূম জেলা তৃণমূল সভাপতির কাছে তলব-বার্তা পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা বোলপুরে তৃণমূল নেতার বাড়িতে গিয়েও নোটিস পৌঁছে দিতে পারেন। জানা গিয়েছে, বুধবার সকাল ১১টার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে।

Advertisment

এই নিয়ে গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতে দশমবার তলব করল সিবিআই। এর আগে ন'বার শারীরিক অবস্থার কথা জানিয়ে হাজিরা এড়িয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। আগামিকাল কী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলবে সাড়া দেবেন তিনি? তা নিয়েই এখন জোর চর্চা।

সোমবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়েছিল সিবিআই৷ কিন্তু সেই সমন এড়িয়ে যান বীরভূমের দোর্দদণ্ডপ্রতাপ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কেষ্ট মণ্ডল। ই-মেলে সিবিআইকে জানিয়েছিলেন, তিনি অসুস্থ, ফলে তাঁকে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। অন্য কোনও তারিখ পেলে তিনি হাজির হবেন। দুপুরে ১১টা নাগাদ চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে অনুব্রতকে এসএসকেএমে যেতে দেখা যায়। যদিও সেখানকার চিকিৎসকরা জানিয়েছিলেন অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা ততটাও খারাপ নয় যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে।

আরও পড়ুন- টাকার বিনিময়ে দলীয় পদ! বিধায়ক ইদ্রিশ আলির বাড়ি-গাড়ি ভাঙচুর করল তৃণমূল নেতা-কর্মীরাই

বিকেলে এসএসকেএম থেকে ফের চিনার পার্কের ফ্ল্যাটে চলে যান অনুব্রত মণ্ডল। সোমবার সন্ধ্যার মুখে তাঁর কনভয় রওনা দেয় বোলপুরের উদ্দেশ্যে। অনুব্রতর বোলপুর রওনার সামান্য সময় পরপরই তাঁর ফ্ল্যাটে আসেন সিবিআই অধিকারিকরা। কিন্তু ফ্ল্যাট বন্ধ দেখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ফিরে যান। শেষ পর্যন্ত আগামিকাল ফের তলব করা হল অনুব্রত মণ্ডলকে।

পরবর্তী পদক্ষেপ স্থির করতে মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছেছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর। সূত্রে খবর, তিনি অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারদের সঙ্গে আলোচনা করবেন। কথা বলতে পারেন গরু পাচার মামলার মূল তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যের সঙ্গেও।

anubrata mondal Cow Smuggling cbi tmc
Advertisment