Advertisment

চাকরি 'বিক্রি' চক্রে যুক্ত আরও ৮-১০ বিধায়ক? জীবনকৃষ্ণ সাহাকে জেরায় বিস্ফোরক তথ্য!

পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলেও হল না শেষ রক্ষা। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বড়ঞার তৃণমূল বিধায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi arrested tmc mla jibankrishna saha updates

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলেও হল না শেষ রক্ষা। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও এক তৃণমূল বিধায়ক। টানা ৬৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শেষমেশ সোমবার ভোরে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বাড়ির পাশের পুকুরে তল্লাশিতে একটি মোবাইল ফোন আগেই মিলেছিল, আরও একটি ফোনের খোঁজে টানা চলে তল্লাশি। শেষমেশ ওই পুকুর থেকেই সোমবার বেলা ১২টার কিছু সময় পরে মেলে দ্বিতীয় মোবাইল ফোনটিও। এরই পাশাপাশি বিধায়কের বাড়ির পাশের ঝোপ থেকেও ৫টি ব্যাগ উদ্ধার করেছে সিবিআই। ওই ব্যাগগুলিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু বিস্ফোরক তথ্য রয়েছে বলে দাবি সিবিআই সূত্রের।

Advertisment

নিয়োগ দুর্নীতি মামলার জাল গোটাচ্ছে সিবিআই? সোমবার ভোরে গ্রেফতারের পর বেলা পৌনে এগারোটা নাগাদ কলকাতার নিজাম প্যালেসের দফতরে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আনে সিবিআই। শারীরিক পরীক্ষার পর আজই তৃণমূল বিধায়ককে আলিপুরের বিশেষ আদালতে পেশ করে হেফাজতে চাইবে সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের তুরুপের তাস হতে পারেন বড়ঞার এই তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন- এখানেতেই প্রাণের সুখ, মনের আরাম! পাহাড় কোলের অপূর্ব এগাঁয়ে হদয় বাঁধা পড়বেই!

সূত্রের দাবি, বড়ঞার তৃণমূল বিধায়ককে টানা ৬৫ ঘণ্টা ধরে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও ৮-১০ জন বিধায়কের নাম পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এঁদেরও নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ রয়েছে বলে দাবি। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি সিবিআইয়ের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। গত শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ জীবনকৃষ্ণের বড়ঞার আন্দির বাড়িতে তল্লাশিতে যায় সিবিআই। সেই থেকে টানা ওই বাড়িতেই ঘাঁটি গেড়ে পড়েছিলেন তদন্তকারীরা।

আরও পড়ুন- তীব্র দাবদাহে নাকাল দশা! তাপপ্রবাহে জেরবার শহর থেকে জেলা, মুক্তি কবে?

জিজ্ঞাসাবাদ পর্বের মাঝেই বিধায়কের দুটি মোবাইল ফোনা নিয়ে নিয়েছিলেন সিবিআই অফিসাররা। অভিযোগ, শুক্রবার বিকেলে সুযোগ পেয়েই কার্যত সেই দুটি মোবাইল এক সিবিআই অফিসারের হাত থেকে ছিনিয়ে নিয়ে বাড়ির ছাদে উঠে পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দেন বিধায়ক। ওই দিন রাত থেকেই ওই দুটি মোবাইল ফোনের খোঁজে পুকুরে জল ছাঁচা শুরু হয়। পুকুর থেকে জল তোলার কাজ চালায় সিবিআই। পাম্প বসিয়ে পুকুর থেকে জল ছেঁচে ফেলার কাজ চলে। পরে বিধায়ককে দিয়ে ফোন ছুঁড়ে ফেলার ঘটনার পুনর্নির্মাণও করানো হয়।

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতারি, CBI জালে আরও এক তৃণমূল বিধায়ক

এতেই মেলে সাফল্য। এরপর শনিবার সকালে পুকুরের পাঁক থকে জীবনকৃষ্ণ সাহার একটি মোবাইল ফোন উদ্ধার করে সিবিআই। তবে তাঁর দ্বিতীয় ফোনটির হদিশ তখনও মেলেনি। ওই ফোনটিও পুকুরের পাঁকেই আটকেছিল। শেষমেশ সোমবার সকালে দ্বিতীয় ফোনটিও উদ্ধার হয়। এদিকে, দফায়-দফায় জিজ্ঞাসাবাদের পর সোমবার ভোরে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। বেলা এগারোটার কিছু আগে তাঁকে নিয়ে কলকাতার নিজাম প্যালেসের দফতরে নিয়ে আসে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আজই তাঁকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই।

cbi Recruitment Scam TMC MLA Arrested Jibankrishna Saha
Advertisment