Advertisment

কেষ্টর বিরুদ্ধে গরু পাচার মামলায় সাক্ষী শতাব্দী, হাটে হাঁড়ি ভাঙবেন সাংসদ?

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম রেখেছে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi enlisted satabdi roy's name as witness cow smuggling case anubrata

অনুব্রতর বিরুদ্ধে সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম তলিকায় রেখেছে সিবিআই।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন শতাব্দী রায়? উত্তর স্পষ্ট না হলেও এব্যাপারে জল্পনা উসকে দিয়েছে খোদ সিবিআই। গরু পাচার মামলায় এবার বীরভূম জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে সাক্ষী হিসেবে সেই জেলারই তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের নাম চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। তবে কী এবার ভরা আদালতে কেষ্টর বিরুদ্ধে মুখ খুলবেন শতাব্দী? সেটা অবশ্য সময় বলবে।

Advertisment

বীরভূমের রাজনীতিতে শতাব্দী রায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের সম্পর্ক যে মধুর নয়, তা দলের নেতারাও বিলক্ষণ জানেন। তবে দলের ওপরতলার নির্দেশেই তিক্ততা বাড়তে দেননি দু'জনেই। অনুব্রত মণ্ডল কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাঁকে দেখতেও এসছিলেন শতাব্দী রায়। এমনকী কেষ্ট গ্রেফতার হওয়ার পরেও মুখ খুলেছিলেন শতাব্দী। বিজেপির নির্দেশে সিবিআই কাজ করছে বলেও তোপ দাগতে দেখা গিয়েছিল বীরভূমের তৃণমূল সাংসদকে।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা: সুপ্রিম কোর্টে পিছল কেষ্ট-মামলার শুনানি

এবার সেই শতাব্দীর নামই কেষ্টর বিরুদ্ধে সাক্ষীদের তালিকায় রেখেছে সিবিআই। বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে। তবে কী এবার কেষ্টর বিরুদ্ধে আদালতে মুখ খুলতে দেখা যাবে বীরভূমের তৃণমূল সাংসদকে? জল্পনা উসকে দিয়েছে খোদ কেন্দ্রীয় তদন্ত সংস্থাই। উল্লেখ্য, দিন কয়েক আগেই গরু পাচার মামলায় আসানসোল আদালতে অনুব্রত মণ্ডলের নামে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। কেষ্ট গ্রেফতারির ৫৭ দিনের মাথায় চার্জশিট দিয়েছে তদন্ত সংস্থা।

আরও পড়ুন- মোমিনপুরে উত্তেজনা: চিংড়িহাটায় আটক সুকান্ত, শাহকে চিঠি শুভেন্দুর

সেই চার্জশিটে সাক্ষী হিসেবে মোট ৯৫ জনের নাম রয়েছে। সাক্ষীদের তালিকায় অনুব্রত মণ্ডলের একধিক ঘনিষ্ঠের পাশাপাশি নাম রয়েছে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়েরও। এই বিষয়টি নিয়েই শুরু হয়েছে জোরদার জল্পনা। সিবিআই সূত্রের দাবি, শতাব্দী রায়কে এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদে বহু তথ্য মিলেছে। সেই কারণেই এবার কেষ্টর বিরুদ্ধে চলা মামলায় সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম রেখেছে সিবিআই।

আরও পড়ুন- SSC চাকরিপ্রার্থীদের আন্দলন পড়ল ৫৭৫ দিনে, ধরনামঞ্চেই অসুস্থ আন্দোলনকারী

anubrata mondal cbi satabdi roy Cow Smuggling
Advertisment