কলকাতা হাইকোর্টের নির্দেশ রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সিবিআই। রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি ভোটের ফল প্রকাশের পর নন্দীগ্রামেও অশান্তির খবর মেলে। নন্দীগ্রামে ভোট পরবর্তী অশান্তি মামলায় এবার হলদিয়া আদালতে চার্জশিট জমা দিল সিবিআই।
জানা গিয়েছে, জমা দেওয়া ওই চার্জশিটে অভিযুক্ত হিসেবে তিনজনের নাম রয়েছে। একুশের বিধানসভা ভোটের ফল বেরনোর পর নন্দীগ্রামের চিল্লগ্রামে গত ৩ মে বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে। আশঙ্কাজনক অবস্থায় ওই বিজেপি কর্মীকে প্রথমে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে পরে তমুলক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে তাঁকে ভর্তি করা হয়। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দেবব্রত মাইতির। বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে খুনের অভিযোগে তদন্তে নেমে এদিন তিনজনের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের।
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর মেলে। উপর্যুপরি অভিযোগের ভিত্তিতে এরাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে আসে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেন প্রতিনিধিরা। সেই রিপোর্টে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় অশান্তির পিছনে শাসকদলের নেতা-কর্মীদের মদতের অভিযোগ তোলে কমিশন। যদিও কমিশনের সেই রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তোপ দাগে তৃণমূল।
আরও পড়ুন- তৃৃণমূলের প্রচারে তারকাদের ছড়াছড়ি, ভোট ময়দানে ঝড় তুলবেন মমতা
শেষমেশ কলকাতা হাইকোর্ট রাজ্যে ভোট পরবর্তী অশান্তির তদন্তভার সিবিআইকে দেয়। আদালতের নির্দেশেই এরপর কোমর বেঁধে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। একুশের ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি অশান্তি ছড়ায় নন্দীগ্রামেও। বহু বিজেপি কর্মীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। শাসকদলের নেতা-কর্মীদের মদতেই বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তোলে গেরুয়া শিবির। যদিও সেই অভিযোগ উড়িয়েছে তৃণমূল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন