Advertisment

CBI: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই, টানা তদন্তে বিকাশ ভবনে

দেড় বছর আগে সল্টলেকে বিকাশ ভবনের ওয়্যার হাউসে তদন্ত করতে গিয়েছিল সিবিআই। ২০২২-এ ওয়্যার হাউসটি সিল করে দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফের সেই ওয়্যার হাউসে হানা দিয়েছে সিবিআই।

author-image
Joyprakash Das
New Update
"ssc,ssc recruitment scam,teacher recruitment scam,cbi,ssc case,ssc job cancellation,এসএসসি,এসএসসি দুর্নীতি,এসএসসি নিয়োগ দুর্নীতি,শিক্ষক নিয়োগ দুর্নীতি,সিবিআই,এসএসসি মামলা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই, টানা তদন্তে বিকাশ ভবনে

Education Scam West Bengal: দেড় বছর আগে সল্টলেকে বিকাশ ভবনের ওয়্যার হাউসে তদন্ত করতে গিয়েছিল সিবিআই। ২০২২-এ ওয়্যার হাউসটি সিল করে দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফের সেই ওয়্যার হাউসে হানা দিয়েছে সিবিআই। জানা গিয়েছে, টানা তিন দিন সেখানে যাচ্ছেন সিবিআই আধিকরিকরা। সেখানে গিয়ে নথি খতিয়ে দেখছেন বলে খবর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওয়্যার হাউস থেকে নতুন তথ্য মিলতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারীরা।

Advertisment

আরও পড়ুন : < Mamata On NEET : NEET কেলেঙ্কারি নিয়ে এবার বোমা ফাটালেন মমতা, মোদীকে চিঠি, কী লিখলেন মুখ্যমন্ত্রী? >

বিকাশ ভবনের পিছনের বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ওয়্যার (ware) হাউসে সিবিআই আধিকারিকরা এদিন যান। এর আগে বুধ এবং বৃহস্পতিবার ওয়্যার হাউসের ভিতরে যে সমস্ত নথি আছে তা খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা। আজ পুনরায় বিকাশ ভবনের ওয়্যার হাউসের নথি খতিয়ে দেখার জন্য এসে পৌঁছান তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, বুধবার প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে নথি খতিয়ে দেখেছেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার প্রায় ৫ ঘণ্টার মতো নথি খতিয়ে দেখেন সিবিআই। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ওয়্যার হাউসের গেট সিল করে যান সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন : < Bihar police constable exam paper leak: প্রশ্নপত্র ফাঁসে বাংলা যোগ! মধ্যমগ্রাম থেকে গ্রেফতার ‘মূল হোতা’ >

শুক্রবার পুনরায় সেই সিল খুলে ভেতরে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা। ২০২২ সালের ডিসেম্বর মাসে বিকাশ ভবনের এই ওয়্যার হাউসে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে ওয়্যার হাউসটি সিল করা অবস্থায় বন্ধ ছিল। বুধবার সেই সিল খুলে ভেতরে প্রবেশ করেন কেন্দ্রীয় এজেন্সি। তারপর থেকে টানা তিন ধরে সেখানে গিয়ে নথি খতিয়ে দেখছেন সিবিআই। নতুন করে সেখান থেকে কোনও তথ্য পেলে তদন্তের গতি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক কর্তা জেলবন্দি। এই ওয়্যার হাউসে থাকা নথি থেকে নিয়োগ মামলায় নতুন তথ্য পেতে মরিয়া সিবিআই। সেই তথ্য মামলায় নয়া মোড় আনতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।

partha chatterjee Education cbi
Advertisment