প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও বিপাকে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টে পেশ করা সিবিআইয়ের রিপোর্ট ঘিরে অস্বস্তি যেন বহুগুণে বেড়ে গেল মানিকের। মুখবন্ধ খামে উচ্চ আদালতে রিপোর্ট পেশ কেন্দ্রীয় তদন্ত সংস্থার। যা দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বললেন তা এখন জোর চর্চায়।
কী বলেছেন বিচারপিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
প্রাথমিকে ওএমআর শিট নষ্ট করার মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "জেনে বুঝে দুর্নীতি করেছেন মানিক ভট্টাচার্য, সিবিআইয়ের রিপোর্টে এটা স্পষ্ট। এবার বোঝা যাচ্ছে কেন বারবার বিচারে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মানিক ভট্টাচার্য।" এমনকী প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করেছেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- ষষ্ঠীতে কি ব্যাঙ্ক খোলা? সপ্তমী to দশমী কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ?
ওএমআর শিট নষ্ট করার মামলায় আদালতের শুনানির পর চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিমও দুর্নীতির বিষয়ে সোচ্চার হন। তাঁর অভিযোগ, "পরিকল্পনা করেই প্রাথমিকে দুর্নীত করা হয়েছে, আদালতের পর্যবেক্ষণেই এটা স্পষ্ট হয়েছে। ওএমআর শিট নষ্টের নামে সেগুলি সরিয়ে ফেলা হয়েছে। ওএমআর শিট নষ্টের সময় সেখানে পর্ষদের কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না। যে যখন টাকা দিয়েছে এক্সেল শিটে তার নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে।"