Advertisment

এবার 'প্যাঁচে' কেষ্ট, গরু পাচার মামলায় ডেকে পাঠাল CBI

নতুন কয়েকটি তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
anubrata mandal not cooperate with cbi in lottery controversy

সিবিআই জেরায় অসহযোগিতা কেষ্ট মণ্ডলের।

গরু পাচার মামলায় তলব বীরভূম জেলা তণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। আগামী সোমবার কলকাতার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এর আগে গরু পাচার মামলায় এক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রতকে।

Advertisment

ফের একবার খবরের শিরোনামে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় আবারও তলব অনুব্রতকে। আগামী সোমবার সকাল ১১টায় কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে তৃণমূল নেতাকে। উল্লেখ্য, এই মামলায় গত বুধবার বীরভূম ও কলকাতার মোট ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেই তল্লাশিতে নগদ ১৭ লক্ষ টাকা, হার্ডডিস্ক, ১০টি মোবাইল ফোন, বেশ কয়েকটি পেন ড্রাইভ উদ্ধার করেছে সিবিআই। মিলেছে বেশ কিছু নথিও।

ওই দিন বীরভূমের তৃণমূল নেতা তথা অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজনের বাড়িতেও তল্লাশি চলে। সেই তল্লাশিতেও বেশ কিছু নথি উদ্ধার করেন তদন্তকারীরা। সেই সব নথির উপর ভিত্তি করেই বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে জিজ্ঞাসাবাদ করতে চেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- SSC দুর্নীতি: জেরায় কী বলেছেন ED-কে? স্পষ্ট করলেন অর্পিতা, মুখে কুলুপ পার্থর

উল্লেখ্য, গরু পাচার মামলায় এর আগে মোট আটবার অনুব্রতকে সমন পাঠায় সিবিআই। যদিও এর মধ্যে সাতবারই শারীরিক অসুস্থতা-সহ একাধিক কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তৃণমূল নেতা। তবে একবার তিনি সশরীরে কলকাতায় এসে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন।

সূত্র মারফত জানা গিয়েছে, গরু পাচার মামলায় এবার দিন কয়েক আগে চালানো তল্লাশিতে মেলা লক্ষ-লক্ষ টাকা, হার্ডডিস্ক, পেনড্রাইভ, ফোন ও নথি খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। সেগুলি খতিয়ে দেখে নতুন বেশ কিছু তথ্যও হাতে এসেছে তাঁদের। এবার সেই তথ্যের ভিত্তিতেই বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। সোমবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তবে এই তলবেও তিনি হাজিরা দেবেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি।

anubrata mondal Cow Smuggling West Bengal cbi
Advertisment