আজ আদালতে তোলার আগে ফের স্বাস্থ্য় পরীক্ষার জন্য় জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। হাসপাতাল থেকে বেরনোর পথে পার্থ চট্টোপাধ্য়ায় কিছু না বললেও মুখ খুলেছেন অর্পিতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন অর্পিতা বলেন, ''ইডিকে যা বলার বলেছি।''
এসএসসি দুর্নীতি তদন্তে কোমর বেঁধে কাজ করছে ইডি। আজই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের মেয়াদ শেষ। তাই আজ ফের এক দফায় তাঁদের আদালতে তোলা হবে। অন্যদিকে, ইডি হেফাজতে থাকাকালীন দু'জনেরই ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো আজ ফের এক দফায় পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে জোকা ইএসআই হাসপাতালে।
আরও পড়ুন- SSC দুর্নীতি: ED-র স্ক্যানারে পার্থের মেয়ে-জামাই, ইমেলে কলকাতায় তলব
গত কয়েকদিনে দফায়-দফায় জেরা করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। দু'জনকে মুখোমুখি বসিয়েও জেরা করেছেন তদন্তকারীরা। ইডি সূত্রের খবর, জেরায় অর্পিতা মুখোপাধ্যায় সহযোগিতা করছেন। তবে পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারীদের অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।
অর্পিতা জানিয়েছেন, তাঁর ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায়ের লোকজন এসেই টাকা রেখে যেতেন। এদিকে এই বিষয়টি সরাসরি নাকচ করেছেন পার্থ। এমনকী টাকার পাহাড় সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন বলে জানা গিয়েছে। যদিও দফায়-দফায় জেরা চলছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।
আরও পড়ুন- আজ বিকেলেই বৈঠকে মোদী-মমতা, সন্ধেয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, এসএসসি দুর্নীতির তদন্তে এবার ইডির নজরে পার্থের মেয়ে-জামাইও। পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী ভট্টাচার্য ও তাঁর স্বামী কল্যাণময় ভট্টচার্যকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে, ইমেল করে বর্তমানে বিদেশে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে-জামাইকে কলকাতায় তলব করা হয়েছে।