Advertisment

Job Scam: চাকরি দুর্নীতি: এবার ডাকাবুকো TMC বিধায়ককে CBI তলব

CBI Summoned TMC Mla in Job Scam: ২০২৩ সালে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অনেককে চাকরি করে দিয়েছেন বলে অভিযোগ এই বিধায়কের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এর আগেও একবার ওই বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI Summoned TMC Mla tapash saha in Job Scam case

CBI: প্রতীকী ছবি।

Job Scam-CBI: চাকরি দুর্নীতিতে আবারও তলব এক তৃণমূল বিধায়ককে। চাকরিপ্রার্থীদের বয়ান রেকর্ডের ভিত্তিতেই ফের একবার ওই তৃণমূল বিধায়ককে তলব কেন্দ্রীয় সংস্থার। চাকরি দুর্নীতিকাণ্ডে এর আগেও সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন শাসকদলের ওই বিধায়ক। তাঁর বাড়িতে গিয়েও তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।

Advertisment

ফের একবার নদিয়ার তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব সিবিআইয়ের। এর আগেও শাসকদলের এই বিধায়ককে চাকরি দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্যও পেয়েছিলেন গোয়েন্দারা।

উল্লেখ্য, ২০২৩ সালে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অনেককে চাকরি করে দিয়েছেন বলে অভিযোগ তাপস সাহার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এর আগেও একবার তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। তাপস সাহার বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন- Success Story: কাঁটা বিছনো পথ পেরিয়ে অভাবনীয় সাফল্য! বঙ্গতনয়ের ‘ভারতশ্রেষ্ঠ’ হওয়ার এগল্প প্রেরণা দেবেই!

সম্প্রতি বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় সংস্থা। সেই বয়ান রেকর্ডের ভিত্তিতে তৃণমূলের তাপস সাহার নাম উঠে এসেছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থা সূত্রের। তারই ভিত্তিতে ফের একবার তলব নদিয়ার তৃণমূল বিধায়ককে।

আরও পড়ুন- Barasat Mob Lynching: ‘আগে যাচাই করো, তারপর মারো’, ছেলেধরা গুজবে গণপিটুনি থেকে বাঁচতে কাতর আর্তি মহিলার!

cbi West Bengal TMC MLA Job scam
Advertisment