Advertisment

সারদাকাণ্ডে শুভাপ্রসন্ন-শিবাজী পাঁজাকে তলব সিবিআইয়ের

সারদা তদন্তে শিল্পী শুভাপ্রসন্নকে ফের তলব করল সিবিআই। সম্ভবত আগামী ৫ জুলাই সিজিও দফতরে হাজিরা দেবেন শুভাপ্রসন্ন। অন্যদিকে, শিবাজী পাঁজাকেও ফের তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
subhaprasanna, shibaji panja, শুভাপ্রসন্ন, শিবাজী পাঁজা

শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজা। ছবি: সোশ্যাল মিডিয়া।

সারদাকাণ্ডে নয়া মোড় নিল। সারদা তদন্তে শিল্পী শুভাপ্রসন্নকে ফের তলব করল সিবিআই। সম্ভবত আগামী ৫ জুলাই সিজিও দফতরে হাজিরা দেবেন শুভাপ্রসন্ন। এর আগেও শুভাপ্রসন্নকে তলব করেছিল সিবিআই। সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে শুভাপ্রসন্নের আর্থিক লেনদেন হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ের পাশাপাশি একটি প্রদর্শনী সংক্রান্ত বিষয়ে শুভাপ্রসন্নকে এবার জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। উল্লেখ্য, বেশ কয়েকবছর আগে একটি প্রদর্শনী হয়েছিল। সেই প্রদর্শনী নিয়েই এবার শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।

Advertisment

সিবিআই সূত্রে খবর, সারদা তদন্তে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই শুভাপ্রসন্নকে ফের সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রোজভ্যালিকাণ্ডের শিবাজী পাঁজাকেও ফের তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত সপ্তাহেই শিবাজীকে নোটিস পাঠায় সিবিআই।

আরও পড়ুন: চিটফান্ড তদন্তে বাংলার ২২ জায়গায় সিবিআই তল্লাশি

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর সারদা কেলেঙ্কারির তদন্তে উঠেপড়ে লেগেছে সিবিআই। সারদার পাশাপাশি রোজভ্যালিকাণ্ডের তদন্তেও তৎপরতা দেখিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এ নিয়ে বিস্তর টানাপোড়েন চলে। শেষমেশ জুন মাসে সিজিও দফতরে গিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেন রাজীব কুমার। সেদিন প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীবকে। সারদা তদন্তে গঠিত সিটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আইপিএস অর্ণব ঘোষকেও সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। পাশাপাশি সারদার প্রথম তদন্তকারী আধিকারিক প্রভাকর নাথ ও সিটের সদস্য দিলীপ হাজরাকেও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

cbi
Advertisment