Mamata Banerjee: 'বলছে এই দাঙ্গায় হাত বাংলাদেশের, তবে তো দায় কেন্দ্রের', সোচ্চার মমতা

Murshidabad Violence: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ চলে মুর্শিদাবাদে। যার জেরে সাম্প্রদায়িক হিংসা হয়। সেই হিংসায় প্রাণ গিয়েছে তিনজনের।

Murshidabad Violence: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ চলে মুর্শিদাবাদে। যার জেরে সাম্প্রদায়িক হিংসা হয়। সেই হিংসায় প্রাণ গিয়েছে তিনজনের।

author-image
IE Bangla Web Desk
New Update
Central government is responsible for communal riots in Murshidabad alleges Mamata Banerjee,মুর্শিদাবাদে দাঙ্গা, মমতা বন্দ্যোপাধ্যায়

Murshidabad Violence: মুর্শিদাবাদে দাঙ্গার নেপথ্যে বড়সড় আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী।

Central government is responsible for communal riots in Murshidabad, alleges Mamata Banerjee: 'পরিকল্পনা করেই দাঙ্গা লাগিয়েছে', বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে যোগ দিয়ে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Advertisment

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "এত তাড়াহুড়ো কেন? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বাংলা তো বাংলাদেশের সীমান্ত। আপনি ইউনুসের সঙ্গে গোপন মিটিং করুন। দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনাদের প্ল্যানিংটা কী? ওখান থেকে লোক এনে দাঙ্গা করা ? বলা হচ্ছে এই দাঙ্গায় বাংলাদেশের হাত আছে। যদি থাকে তাহলে তো এটা কেন্দ্রের দায়। কারণ বর্ডার দেখে BSF।"

এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে মুখ্যমন্ত্রীর তোপ, "আপনি (অমিত শাহ) তো জীবনে কোনওদিন প্রধানমন্ত্রী হবেন না। মোদীজি চলে যাওয়ার পর আপনার কী হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। মোদীজিকে অনুরোধ, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সব এজেন্সি ওঁর হাতে দিয়ে দিয়েছেন। মুর্শিদাবাদে পূর্ব পরকিকল্পিত দাঙ্গা হয়েছে। এজেন্সি দিয়ে লোক এনে দাঙ্গা করেছে। এর জন্য পুরোপুরি দায়ী কেন্দ্রীয় সরকার।" 

আরও পড়ুন- Waqf Protest LIVE: 'পরিকল্পনা করেই দাঙ্গা লাগিয়েছে', ইমাম-মোয়াজ্জেমদের সভায় বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

Advertisment

এরই পাশাপাশি তিনি এদিন আরও বলেন, "ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে। প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। যেখানে গন্ডগোল হয়েছে সেটা মুর্শিদাবাদ নয়, মালদার সিট। যেখানে গন্ডগোল হয়েছে সেখানে জিতেছে কংগ্রেস। জেতার সময় জিতবে, গন্ডগোলের সময় রাস্তায় থাকবে না? কংগ্রেসেরই পরিস্থিতি শান্ত করা উচিত ছিল। তৃণমূলের মদতে গন্ডগোল হলে তৃণমূলের তিন বিধায়কের বাড়ি ভাঙচুর হত না।" 

আরও পড়ুন- Waqf Protest: 'অবিকল বাংলাদেশ মডেল', মুর্শিদাবাদের ওয়াকফ-অশান্তি নিয়ে বিস্ফোরক দিলীপ

Bengali News Today CM Mamata banerjee Murshidabad Violence