/indian-express-bangla/media/media_files/2025/04/16/JcYu05FS6ECVQAFcAVKI.jpg)
ধুন্ধুমার কলকাতা
Murshidabad Waqf Act Protest Highlights: ভবানী ভবনের সামনে ঘরছাড়াদের নিয়ে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। রয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ডিজিপি কথা না বলা পর্যন্ত চলবে ধর্না হুঙ্কার বঙ্গ বিজেপির। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের মহিলারা আক্রান্ত তোপ সুকান্তর। 'মহিলাদের ধর্মান্তরের জন্য জোর করা হচ্ছে, বাংলার পরিস্থিতি ভয়াবহ উল্লেখ' সুকান্তর। হাতে কালো ব্যান্ড পরে প্রতিবাদ বিজেপির। ডিজিপি ঘরছাড়াদের সঙ্গে কথা বলুক দাবি বিজেপির। প্রায় ২ ঘন্টা পার হলেও দাবিতে অনড় বিজেপি নেতৃত্ব।
ওয়াকফ সংশোধনী আইন দেশে কার্যকর হওয়ার পর থেকে প্রতিবাদের স্রোত বয়ে যায় পশ্চিমবঙ্গে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় তুমুল অশান্তি তৈরি হয়। এই আইন প্রত্যাহারের দাবিতে পথে নেমে সোচ্চার হোন হাজার হাজার মানুষ। কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াকফ প্রতিবাদ রূপ নেয় সাম্প্রদায়িক সংঘর্ষের। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থেকে শুরু হওয়া সেই সংঘর্ষ বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ বিভিন্ন এলাকায়। রাজ্য পুলিশ পরিস্থিতি সামলাতে হিমশিম খায়। মুর্শিদাবাদ বাংলাদেশ সীমান্তবর্তী জেলা। তড়িঘড়ি আইন-শৃঙ্খলার অবনতি রুখতে মাঠে নামে বিএসএফ। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে দাঙ্গা পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে এরপর অশান্তি বিধ্বস্ত এলাকাগুলিতে শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর টহল। পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিকের পথে।
মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এবার বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করেছে রাজ্য পুলিশ। জানা গিয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এই SIT গঠিত হয়েছে। বিশেষ তদন্তকারী এই দলে ৩ ডেপুটি সুপার ও ৬ ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা রয়েছেন। মুর্শিদাবাদে অশান্তি সংক্রান্ত সব মামলাগুলির তদন্ত করবে এই সিট। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে 'দাঙ্গাবাজ'দের বিরুদ্ধে ফের একবার কড়া বার্তা দিয়েছেন। দাঙ্গার ঘটনায় ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না বলে এদিন ফের একবার স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
'পরিকল্পনা করেই দাঙ্গা লাগিয়েছে', বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে যোগ দিয়ে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন আরও বলেন, "ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে। প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। যেখানে গন্ডগোল হয়েছে সেটা মুর্শিদাবাদ নয়, মালদার সিট। যেখানে গন্ডগোল হয়েছে সেখানে জিতেছে কংগ্রেস। জেতার সময় জিতবে, গন্ডগোলের সময় রাস্তায় থাকবে না? কংগ্রেসেরই পরিস্থিতি শান্ত করা উচিত ছিল। তৃণমূলের মদতে গন্ডগোল হলে তৃণমূলের তিন বিধায়কের বাড়ি ভাঙচুর হত না।" পরিকল্পনা করে দাঙ্গা লাগানো হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীরষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "মুর্শিবিদা পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। এজেন্সিকে দিয়ে লোক এনে দাঙ্গা করেছে। এর জন্য পুরোপুরি দায়ী কেন্দ্রীয় সরকার।"
-
Apr 16, 2025 17:51 IST
West Bengal News Live: ভবানী ভবনের সামনে ঘরছাড়াদের নিয়ে সুকান্ত
ভবানী ভবনের সামনে ঘরছাড়াদের নিয়ে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার । আধ ঘন্টা পার হলেও চলছে ধর্না। ডিজিপি কথা না বলা পর্যন্ত চলবে ধর্না। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের মহিলারা আক্রান্ত তোপ সুকান্তর।
ঘরছাড়া দের সঙ্গে সুকান্ত ওয়াকফ সংশোধনী আইন দেশে কার্যকর হওয়ার পর থেকে প্রতিবাদের স্রোত বয়ে যায় পশ্চিমবঙ্গে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় তুমুল অশান্তি তৈরি হয়। এই আইন প্রত্যাহারের দাবিতে পথে নেমে সোচ্চার হোন হাজার হাজার মানুষ। কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াকফ প্রতিবাদ রূপ নেয় সাম্প্রদায়িক সংঘর্ষের। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থেকে শুরু হওয়া সেই সংঘর্ষ বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ বিভিন্ন এলাকায়। রাজ্য পুলিশ পরিস্থিতি সামলাতে হিমশিম খায়। মুর্শিদাবাদ বাংলাদেশ সীমান্তবর্তী জেলা। তড়িঘড়ি আইন-শৃঙ্খলার অবনতি রুখতে মাঠে নামে বিএসএফ। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে দাঙ্গা পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে এরপর অশান্তি বিধ্বস্ত এলাকাগুলিতে শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর টহল। পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিকের পথে।
-
Apr 16, 2025 16:34 IST
West Bengal News Live: মুর্শিদাবাদে আসছে জাতীয় মানবাধিকার কমিশনের দল
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদে। ওয়াকফ আইনের প্রতিবদ সাম্প্রদায়িক সংঘর্ষের আকার নিয়েছিল। তার জেরে প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে শুরু করে সুতি,শামসেরগঞ্জ, ধুলিয়ানে ছড়িয়েছে হিংসার আগুন। বেপরোয়া ভাবে তান্ডব চলেছে দিকে দিকে। বাড়িঘর ভাঙচুর, সরকারি, বেসরকারি সম্পত্তিতে আগুন, লুটতরাজ চলেছে বিভিন্ন প্রান্তে। প্রাণের ভয়ে মুর্শিদাবাদ ছেড়েছে বহু পরিবার। এই পরিস্থিতিতে এবার মুর্শিদাবাদে আসছে জাতীয় মানবাধিকার কমিশনের দল। মুর্শিদাবাদের দাঙ্গা বিধ্বস্ত এলাকায় যাবে ওই দল। ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে কথা বলবেন মানবাধিকার কমিশনের বিশেষ দলের সদস্যরা।
-
Apr 16, 2025 16:11 IST
West Bengal News Live: কংগ্রেসের সিজিও অভিযানে ধুন্ধুমার
কংগ্রেসের ডাকে সিজিও অভিযানে ধুন্ধুমার। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দিল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিশেষ আদালতে মামলার শুনানি আগামী ২৫ শে এপ্রিল। রাহুল ও সোনিয়ার ৬৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ও শুরু করেছে তদন্তকারী সংস্থা। এরই প্রতিবাদে আজ সল্টলেক সিজিও কমপ্লেক্স অভিযান কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে।
-
Apr 16, 2025 15:59 IST
West Bengal News Live:হাইকোর্টের দারস্থ শুভেন্দু
আবারও কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতে চান তিনি। তবে কিছুতেই তাঁকে অনুমতি দিচ্ছে না পুলিশ। ওয়াকফ আইনের বিরোধিতা করে গত কয়েকদিন ধরেই তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ধুলিয়ানেও। মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জের পাশাপাশি ধুলিয়ানের দিকে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে ধুলিয়ানে যেতে চান নন্দীগ্রামের BJP বিধায়ক। পুলিশ বাধা দেওয়ায় এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আজই তাঁর আবেদনের শুনানি হাইকোর্টে।
-
Apr 16, 2025 14:44 IST
West Bengal News Live:মসজিদ থেকে বাকিদের বোঝান: মমতা
ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act) প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরেই হিংসার আগুন জ্বলেছে বাংলার দিকে-দিকে। ওয়াকফ আইন (Waqf Act) নিয়ে চলা প্রতিবাদ রূপ নেয় সাম্প্রদায়িক সংঘর্ষের। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় রীতিমতো দাঙ্গা (Murshidabad Violence) ছড়িয়ে পড়ে। প্রাণহানি পর্যন্ত ঘটেছে। শান্তি স্থাপনে ফের একবার সকলকে এগিয়ে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: 'মসজিদ থেকে বাকিদের বোঝান', শান্তি স্থাপনে ইমামদের বার্তা মুখ্যমন্ত্রীর
-
Apr 16, 2025 13:35 IST
West Bengal News Live:বোমা ফেটে আহত দুই শিশু
মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার সাহেব নগরে তাল মাঠে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। জানা গিয়েছে দুটি শিশু মাঠে খেলছিল। সেখানে রাখা ছিল বোমা। বল ভেবে খেলতে গিয়ে ঘটে যায় বিপত্তি। বোমা মফেটে আহত দুই শিশু মেজা
শেখ আজিজ শেখ। জখম দুই শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছিল ও কী উদ্দেশ্যে রেখেছিল তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। -
Apr 16, 2025 13:34 IST
West Bengal News Live:টাকা দিয়ে বাচ্চা ছেলেদের দিয়ে ইট ছোড়াচ্ছে: মমতা
"ভাঙড়েও দেখলাম, অশান্তি হল। কী দরকার এসবের? আমি চাইছি ইমামরা মসজিদ থেকে এটা বাকিদের বোঝান। বাংলায় বিজেপি বিভাজনের চেষ্টা করছে। ওরা এখানে আসতে চাইছে। এখানে এলে ওরা আপনাদের খাওয়া বন্ধ করে দেবে। বিজেপি দিল্লিতে এসে মাছ বন্ধ করে দিয়েছে। টাকার বিনিময়ে বাচ্চা ছেলেদের দিয়ে ইট ছোড়াচ্ছে।"
-
Apr 16, 2025 13:31 IST
West Bengal News Live:তৃণমূল বিধায়কদের বড়িতেও হামলা: মুখ্যমন্ত্রী
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওয়াকফ নিয়ে একাধিক জায়গায় অশান্তি হয়েছে। তৃণমূল বিধায়কদের বড়িতে হামলা হয়েছে। তৃণমূলের পার্টি অফিসে হামলা হয়েছে। ওয়াকফ নিয়ে এত তাড়াহুড়ো কেন কেন্দ্রের? ফেক ভিডিও ছড়িয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা। বিজেপি ফেক নিউজ ছড়াচ্ছে। সংবিধানকে চ্ছিন্নভিন্ন করা হচ্ছে। আম্বেদকরের তৈরি সংবিধান মানা হচ্ছে না। অশান্তি ছড়াচ্ছে বিজেপি।"
-
Apr 16, 2025 13:30 IST
West Bengal News Live:বিভাজনের বার্তা মুখ্যমন্ত্রীর: শমীক
"বিভাজনের বার্তা মুখ্যমন্ত্রীর। উনি বলেছেন, ওয়াকফ আইন ফের সংশোধন করা হবে। সকলের জন্য এক আইন। বিএসএফকে খালি পায়ে কোথায় ঢুকিয়ে দিয়েছিল? ডোমজুড়, পাঁচলায়, দক্ষিণ ২৪ পরগনায় যে গন্ডগোল হয়েছিল, তারা কোন বর্ডার পেরিয়ে ঢুকিয়েছিল? পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক বাতাবরণ তৈরির পিছনে তৃণমূলের নীতি দায়ী। রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়ার রাজনীতি করে তৃণমূল। কোভিডের সময় বসিরহাট,ক্যানিং, বাদুড়িয়ায় হিন্দু সংগঠনের ক্যাম্পে ছিলেন মুসলিমরা।" বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
-
Apr 16, 2025 13:29 IST
West Bengal News Live:মুর্শিদাবাদ সীমান্তে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
মুর্শিদাবাদ সীমান্তে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ রুটমার্চ। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই রুটমার্চ বলে জানিয়েছে পুলিশ।
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে জ্বলছিল মুর্শিদাবাদ। অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের একাধিক জায়গায়। এলাকায় শান্তি এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে গোটা জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। -
Apr 16, 2025 10:40 IST
West Bengal News Live: দিল্লিতে ভূমিকম্প
বুধবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জাতীয় ভূকম্পন কেন্দ্র এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার (৪৬ মাইল) গভীরে ছিল এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় ১০৮,০০০ জনসংখ্যার শহর বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে। এনসিএসের মতে, ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার গভীরে হয়েছিল। ৫.৯ মাত্রার ভূমিকম্পটি গুরুতর ক্ষয়ক্ষতির জন্য যথেষ্ট শক্তিশালী বলে মনে করা হয়, বিশেষ করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে। তবে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা ভূমিকম্পের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই উদ্বেগ যেন বিদ্যুৎ গতিতে বাড়তে শুরু করে।
বিস্তারিত পড়ুন- earthquake: আফগানিস্তানের ভূমিকম্পের আঁচ দিল্লিতেও, সাতসকালে কেঁপে উঠল রাজধানী-সহ বিস্তীর্ণ এলাকা
-
Apr 16, 2025 10:39 IST
West Bengal News Live: রেল অবরোধ
শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানা লাইনে দক্ষিণ বারাসাত স্টেশনে অবরোধ। ট্রেন অবরোধ করলেন নিত্যযাত্রীরা। অবরোধকারী যাত্রীদের দাবি, ট্রেনে লেডিস কামরা বাড়ানো হয়েছে, তার ফলে জেনারেল কামরার সংখ্যা কমে গিয়েছে। সকালে প্রচন্ড ভিড়ের চাপে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। সেই কারণেই রেল অবরোধ করে বিক্ষোভে সামিল নিত্যযাত্রীরা।
-
Apr 16, 2025 09:27 IST
West Bengal News Live:পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতারি
পাসপোর্ট জালিয়াতি মামলায় গেদে থেকে গ্রেফতার অলোকনাথ নামে এক ব্যক্তি। ১০ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন তিনি। পাসপোর্ট জালিয়াতি মামলায় নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার গেদে উত্তরপাড়ায় তদন্তে যায় ইডি। দীর্ঘ ১০ ঘন্টা জেরার পর অবশেষে অলোকনাথকে নিয়ে যায় ইডি। জেরায় অসঙ্গতি লক্ষ্য করায় তাকে আটক করে নিয়ে যান ইডি আধিকারিকরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
-
Apr 16, 2025 09:23 IST
West Bengal News Live:সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি
১৫ এপ্রিল থেকে সামুদ্রিক মাছের প্রজনন বাড়ানোর জন্য 'ব্যান পিরিয়ড' শুরু হয়েছে। এই সময়ের মধ্যে মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সামুদ্রিক মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করে এবং মাছের সংখ্যা বৃদ্ধি করে। ১৫ এপ্রিল থেকেই ১৪ জুন পর্যন্ত মোট ৬১ দিনের ব্যান পিরিয়ড। ব্যান পিরিয়ড শুরু হওয়ার আগে, কিছু মৎস্যজীবী এবং পরিবেশবিদ উদ্বিগ্ন ছিলেন। কারণ তাঁরা বাজারে ছোট ইলিশ মাছ দেখতে পেয়েছিলেন। এই ছোট মাছগুলি মাছের প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিস্তারিত পড়ুন- fish ban period: সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি, শুরু ৬১ দিনের ব্যান পিরিয়ড
-
Apr 16, 2025 09:22 IST
West Bengal News Live: হিন্দু শহীদ দিবস কর্মসূচি বিজেপির
আজ দুপুরে বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলা কার্যালয় ৬ নম্বর মুরলীধর সেন লেন-এর সামনে হিন্দু শহীদ দিবস কর্মসূচি পালিত হবে। বিজেপির শীর্ষ নেতারা হাজির থাকবেন এই বিশেষ কর্মসূচিতে। শুভেন্দু অদিকারী এক্স হ্যান্ডলে লিখেছেন, "মুর্শিদাবাদের সামসেরগঞ্জের জাফরাবাদে জেহাদিদের আক্রমণে শহীদ দুই হিন্দু হরগোবিন্দ দাস ও চন্দন দাসের হত্যার প্রতিবাদে ১৬ এপ্রিল ২০২৫ তারিখে নিজের এলাকায়, পাড়ায়, ব্লকে, সমগ্র রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালন করুন। একটি শহীদ বেদী স্থাপন করে কালো ব্যাচ পরিধান করে শহীদ বেদীর সম্মুখে মোমবাতি বা প্রদীপ জ্বালান। শহীদ দুই হিন্দু ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে নিরবতা পালন করে আপামর হিন্দু একত্রিত হয়ে অপদার্থ পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে সমস্বরে আওয়াজ তুলুন।"
-
Apr 16, 2025 08:24 IST
West Bengal News Live: ঝড়-জলের সম্ভাবনা একাধিক জেলায়
বাংলার নতুন বছরের শুরুতেই ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় ঝড়-জলের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: প্রবল ঝড়-জলের সম্ভাবনা একাধিক জেলায়, আজ কলকাতায় কাঁপানো দুর্যোগ?