ভোটের পরেও আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজই সেই মেয়াদ শেষ হচ্ছে। এদিনই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল রাজ্যে আরও ১০ দিন বাহিনী মোতায়েন রাখতে তাঁদের তরফে কোনও সমস্যা নেই। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের এই বক্তব্য শোনার পরে আদালতের তরফেও নির্দেশে বলা হয়েছে, এবার কেন্দ্রীয় বাহিনী কোথায় যাবে বা মোতায়েন থাকবে তা দেখার ভার রাজ্য ও নির্বাচন কমিশনের।
এবারের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বেনজির সন্ত্রাস দেখেছে বাংলা। জেলায়-জেলায় নির্বাচনকে কেন্দ্র করে হিংসায় মৃত্যু মিছিল দেখেছে রাজ্য। শাসকদল তৃণমূল থেকে শুরু করে বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ-এর কর্মীরা ভোট-সন্ত্রাসের বলি হয়েছেন। এই পরিস্থিতিতে আগেই নির্বাচনের পর অন্তত ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে বলেছিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন- খাঁড়িতে ঢুকতেই মৎস্যজীবীর ঘাড়ে ঝাঁপ! নিমেষে উধাও দৈত্যাকার বাঘ! পরের কাণ্ডে তোলপাড়!
আজই সেই ১০ দিনের মেয়াদ শেষ। এদিন কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানিয়েছেন, রাজ্যে আরও ১০ দিন বাহিনী মোতায়েন রাখতে আপত্তি নেই কেন্দ্রীয় সরকারের। যদিও ইতিমধ্যেই রাজ্য থেকে বাহিনী মোতায়েন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিশেষ ট্রেনে রাজ্য চাড়তে শুরু করে দিয়েছেন জওয়ানরা।
আরও পড়ুন- মমতা-অভিষেকের বিরুদ্ধে মামলা, স্বস্তির মাঝেই অস্বস্তি বিজেপি’র
এদিকে, পঞ্চায়েত ভোট মিটে গেলেও এখনও রাজ্যের বেশ কয়েকটি এলাকা থেকে হিংসার খবর মিলছে। বাড়ি ঘর জ্বালানো থেকে শুরু করে মারধর, বোমাবাজির ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে আরও কিছুদিন বাহিনী মেতায়েনের দাবি তুলেছিলেন বিরোধীদের একাংশ। এদিন কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল আরও ১০ দিন রাজ্যে আধাসেনা মোতায়েন রাখা সম্ভব।