কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনের ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি। উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝাঁপিয়ে বৃষ্টি অধরাই রয়ে গিয়েছে। মাঝে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হলেও তাতে পরিস্থিতির বদল হয়নি। তবে আজ বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার বদলের ইঙ্গিত হাওয়া অফিসের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বৃহস্পতিবার সকাল থেকে শহর কলকাতায় মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজই ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতায়। শুধু কলকাতাতেই নয়, আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে কবে, অবশেষে দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর
উত্তরবঙ্গে এবছর এখনও পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও তা অধরাই রয়েছে দক্ষিণবঙ্গে। মাঝে দিন কয়েকের বিক্ষিপ্ত বৃষ্টিতে আবহাওয়া মনোরম হলেও তা স্থায়ী হয়নি। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল পরিস্থিতি দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে আজ বিকেলেই শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
৩ জুন অর্থাৎ আগামিকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে যাবে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার ঠিক ১০-১২ দিনের মাথায় বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। এটাই প্রাক-বর্ষার বৃষ্টি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ। উত্তরবঙ্গে আজ থেকে প্রাক-বর্ষার বৃষ্টি আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।