Advertisment

কালবৈশাখী ঝড়ের সঙ্গেই শিলাবৃষ্টিরও সম্ভাবনা, ভিজবে কোন কোন জেলা?

ফের এক দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Chance of thundershowers in several districts of west bengal

একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

ফের এক দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় শিলাবৃষ্টি হতে পারে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গেই উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনে অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল পরিস্থিতি তৈরি হবে।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুই বর্ধমন, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে এই জেলাগুলিতে। এরই পাশাপাশি আজ কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুরে। আজ কালবৈশাখী হতে পারে শহর কলকাতাতেও। এই পর্বে আগামী রবিবার পর্যন্ত দফায়-দফায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে।

আরও পড়ুন- পাহাড় ঘেরা গ্রামের বুক বেয়ে বয় নদী, সবুজে সাজানো উপত্যকায় নির্জনতাই সঙ্গী!

কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। তবে দিনভর কলকাতায় অস্বস্তিকর ভ্যাপসা গরমের মেজাজ বহাল থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে কলকাতার আবহাওয়ায় বদল দেখা যেতে পারে। আজ সন্ধেয় শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- পালিয়েও শেষ রক্ষা হল না, এগরা বিস্ফোরণে মূল অভিযুক্ত ভানু বাগ গ্রেফতার

মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪ জুন কেরলে বর্ষা ঢুকবে। কেরলে বর্ষা ঢোকার সাধারণত এক সপ্তাহের মাথায় বাংলায় বর্ষার আগমন ঘটে। তবে এবার দক্ষিণের ওই রাজ্যে বর্ষার আগমনে দেরি হওয়ায় বাংলাতেও বর্ষার ঢুকতে দিন কয়েক দেরি হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আন্দামানে বর্ষা ঢুকে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Weather Report Thunderstorm Rainfall in Bengal Weather Forecast
Advertisment