ফের এক দফায় ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি রাজ্যে। হাঁসফাস দশা আট থেকে আশির। এরই মধ্যে খুশির বার্তা আলিপুর আবহাওয়া দফতরের। আজই রাজ্যের প্রায় সর্বত্র প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস। শুধু আজই নয়, ঝড়-বৃষ্টির এই পালা চলবে আগামী কয়েকদিন ধরেই। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।
তীব্র গরমে অস্বস্তিকর পরিবেশ দক্ষিণবঙ্গ জুড়ে। স্বস্তির বৃষ্টির জন্য চাতকের চলছে অপেক্ষা। সোমবারই প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। ঝজড-বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। আগামী দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে।
আরও পড়ুন- পুর নিয়োগ দুর্নীতি: CBI তদন্তে স্থগিতাদেশ? কী জানাল ডিভিশন বেঞ্চ
রবিবার রাতেও কলকাতার একাধিক এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা গেলেও বৃষ্টির দেখা মেলেনি। সোমবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের পাশাপাশি হাওড়া, হুগলিতে প্রবল বেগে ঝড় বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে।