মঙ্গলবার সন্ধেতেই ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দিনভর ভ্যাপসা গরমে নাভিশ্বাস দশা থেকে মুক্তি দিতে সন্ধেতেই আকাশ কালো করে বৃষ্টি নামতে পারে একাধিক জেলায়। দক্ষিবঙ্গের জেলাগুলির পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
অসহ্যকর গরমে নাজেহাল পরিস্থিতি শহর থেকে জেলায়। ফের একবার বৃষ্টির জন্য চাতকের অপেক্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার সন্ধে থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের পর বুধবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। এমনকী কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শহর কলকাতায় মঙ্গলবার সন্ধেয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- পাহাড় ঘেরা গ্রামের বুক বেয়ে বয় নদী, সবুজে সাজানো উপত্যকায় নির্জনতাই সঙ্গী!
আগামিকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির দাপট খানিকটা কমার ইঙ্গিত রয়েছে। তবে শুক্র ও শনিবার ফের এক দফায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের পার্ব্যত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি বাকি জেলাগুলিতে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।