পদ্ম ছেড়ে জোড়-ফুলের পথে নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু? নেতাজি জন্মজয়ন্তীর পর দিনই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বড় ইঙ্গিত দিলেন খোদ বিজেপি নেতা চন্দ্র বসু।
সোমবার রেড রোডে রাজ্য সরকারের নেতাজি স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির চন্দ্র বসু। মুখ্যমন্ত্রীর অনুরোধে ভাষণও দেন তিনি। সেই থেকে জল্পনা চড়ছে- তাহলে কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় সমর্থক এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হবেন? মঙ্গলে তারই জবাব অকপটে দিয়েছেন সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্র বসু।
২০১৬ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন বসু পরিবারের সদস্য চন্দ্র। পরাজিত হন। তারপর থেকেই ক্রমশ দলের সঙ্গে তাঁর সম্পর্কের শিকড় আলগা শুরু করে। কিন্তু বিজেপি ছাড়েননি চন্দ্র বসু। নেতাজির আদর্শ প্রচার ও প্রধানমন্ত্রী মোদীর প্রতি শ্রদ্ধাশীল তিনি। তাহলে এমন কী হল যে দল ছাড়ার কথা ভাবতে হচ্ছে তাঁকে?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে দেওয়া সাক্ষাৎকারে বঙ্গ বিজেপির কার্যকলাপ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্র বসু। বলেছেন, 'বিভাজনের রাজনীতি করা হচ্ছে। ২০২১ সালে এ রাজ্যে সুযোগ থাকলেও তা নষ্ট হয়েছে। দলের আদিদের বদলে তৃণমূলের ছাঁটাই নেতাদের প্রার্থী করা হয়েছিল। তৃতীয় শ্রেণির টলিউড অভিনেতাদের প্রার্থী করে দেওয়া হয়েছিল। আমি প্রতিবাদ করলেও কেউ শোনেনি। এটা তো মধ্যপ্রদেশ নয় যে প্রচারে ২০০ আসনের ঝড়তুললেই জয় মিলবে। বাংলার জন্য বিজেপির কর্মসূচি কী? সেটাই তো বলা হয়নি। মমতা খারাপ, রাজ্য সরকারের দুর্নীতির কথা বলে শুধু জেতা যাবে না। জিতলে বিজেপি কী করবে তাই তো আমরা বলতে পারিনি। ফল হেরে গিয়েছি।'
দলের প্রতি ক্ষোভেই কী চন্দ্র বসু সক্রিয় রাজনীতি থেকে দূরে? জবাবে নেতাজির নাতি বলেছেন, 'আমি সক্রিয় রাজনীতি করতে ইচ্ছুক। কিন্তু সেটা তো বিজেপিতে করার সুযোগ নেই।'
তাহলে কী দল ছাড়বেন? উত্তরে ইতস্তত না করেই চন্দ্র বসু বলেছেন, 'কাজের সুযোগ অন্য দলে পেলে যাব। এখন তো সব দলই এক। আদর্শের তেমন বালাই নেই। রোটেশন পদ্ধতিতে নেতা বদল হচ্ছে। আর বি-টিমে থেকে লাভ কী? সুযোগ এলে এ-টিমে যাওয়ার কথা ভাবব।।'
বিজেপি ছেড়ে চন্দ্র বসুর গন্তব্য কী তৃণমূল? বসু পরিবারের সদ্যেটির দাবি, 'এখনও প্রস্তাব আসেনি। পেলে ভেবে দেখবো।'
বিজেপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণের রাজনীতি করেন। এখনও বিজেপিতে থাকা চন্দ্র বসুর কথায় অবশ্য, 'মেরুকরণের রাজনীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি।' তবে এখনও প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ চন্দ্রবাবু। তাঁর দাবি, 'নরেন্দ্র মোদী ভুল দলে সঠিক লোক।' তাঁর উপলব্ধি, 'জয় শ্রীরাম' স্লোগান বাংলার মানুষ ভালোভাবে নেয় না। বলেন, 'আমিও জয় শ্রী রাম বলে প্রচার করেছি। সাধারণ মানুষ অনেকেই আমাকে নিষেধ করেছিল। আমি বলেছিলাম ওটা পার্টির স্লোগান। মানুষ তখনই বলেছিলেন ওটা আপনার মুখে মানায় না।'
আরও পড়ুন- মুখ্যসচিবকে তোলপাড় ফেলা প্রশ্ন শুভেন্দুর, টুইটে শোরগোল