Advertisment

Chaos at TMC meeting: তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ধুন্ধুমার, বিক্ষোভে বন্ধ হল বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক

Chaos at TMC meeting: চূড়ান্ত অশান্তি ও দ্বন্দ্বে বিজয়া সম্মিলনীর চরমে ওঠে বিশৃঙ্খলা। তার রেশ বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কেও আছড়ে পড়লে বেশ কিছুক্ষনের জন্য যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Chaos at TMC meeting: তৃণমূলের বিক্ষোভের জেরে বন্ধ বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক

Chaos at TMC meeting: তৃণমূলের বিক্ষোভে বন্ধ হল বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক

Chaos at TMC meeting: তৃণমূলের নেতা ও কর্মীদের শৃঙ্খলাপরায়ণ হওয়ার কথা বারে স্মরণ করিছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও তৃণমূল আছে তৃণমূলেই। যা একেবারে নগ্ন ভাবেই মঙ্গলবার প্রকাশ পেয়েছে পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর আয়োজনে হওয়া বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে। চূড়ান্ত অশান্তি ও দ্বন্দ্বে বিজয়া সম্মিলনীর চরমে ওঠে বিশৃঙ্খলা। তার রেশ বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কেও আছড়ে পড়লে বেশ কিছুক্ষনের জন্য যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। যা দেখে লজ্জায় মুখ লোকাতে ব্যস্ত হয়ে তৃণমূলের সাধারণ কর্মী ও সমর্থকরা। শেষে রবিনহুড মেজাজে বিধায়ক মানগোবিন্দ অধিকারী পথে নেমে কোনওরকমে বিশৃঙ্খলা সামাল দেন। তারপর ভাতার বাজার হাউজিং মাঠে শুরু করা যায় বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান। 

Advertisment

তবে অনুষ্ঠান শুরু হলেও উত্তেজনায় অবশ্য বিরাম পড়ে না। অনুষ্ঠানমঞ্চে উত্তেজিত অবস্থায় দেখা যায় ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অশোক হাজরাকে। তাঁকে শান্ত করতে আশরে নামেন ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ। তা দেখে মঞ্চের আশপাশে তখন কর্মীদের একাংশ চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। মঞ্চে চলা অশান্তি ও ঝামেলা দেখে মঞ্চের সামনে থাকা দলীয় কর্মী সমর্থকরা চিৎকার জুড়ে দেন। এমন অবস্থায় বক্তৃতা পর্ব ও নাচ গানের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে দিয়ে বিজয়া সম্মিলনী শেষ করে দিতে বাধ্য হন নেতারা। 

এ নিয়ে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, 'বিজয়া সম্মিলনী একটা মিলনের অনুষ্ঠান। আনন্দের বিষয়। তাই আমরা প্রথম থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান করব বলে ঠিক করেছিলাম। বক্তৃতা পূর্ব রেখে অনুষ্ঠান দীর্ঘায়িত করতে চাইনি।" বিশৃঙ্খলার বিষয়টি অবশ্য বিধায়ক এড়িয়ে যান। এ নিয়ে তাঁর সাফাই, বাইরে কী ঘটেছে সঠিক জানি না। অনুষ্ঠান সুষ্ঠ ভাবেই সম্পন্ন হয়েছে।' 

আরও পড়ুন কেন 'হাত' ছেড়ে ঐক্যের লড়াই বামফ্রন্টের? উপনির্বাচনে কৌশল কি সফল হবে?

দলীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ভাতার বাজারের বাসিন্দা তথা দলের সহ-সভাপতি অশোক হাজরার সঙ্গে দলের একাংশের মনোমালিন্য চলছে। বিশেষ করে ভাতার গ্রাম পঞ্চায়েত এলাকায় অশোকবাবুর প্রভাব রয়েছে। দলের অভ্যন্তরের কিছু সমস্যা এমনিতেই চলছিল। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তা প্রকাশ্যে চলে আসে। যদিও অশোক হাজরার দাবি, 'বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়েছিল। অত্যধিক ভিড়ের কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছিল। তবে তারপর সুষ্ঠভাবে অনুষ্ঠান হয়েছে।'

জেলা বিজেপির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, 'তৃণমূল কংগ্রেস দলে শৃঙ্খলা কোনও দিনও ছিল না। এখনও নেই। তার প্রকাশ ওদের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানেও দেখা যাচ্ছে। তৃণমূল সুপ্রিমো বা তৃণমূলের সেকেন্ড-ইন-কমাণ্ড যাই বার্তা দিন না কেন, তৃণমূল আছে তৃণমূলেই।'

tmc West Bengal Katwa Road Block Purba Bardhaman
Advertisment