Advertisment

RG Kar Case: আরজি কর নিয়ে BJP-র ধরনা ঘিরে তুলকালাম! উত্তাল শ্যামবাজার, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি

RG Kar Case-BJP Protest: আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আজ বিজেপির ধরনা কর্মসূচি ছিল। এই কর্মসূচিকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, তর্কাতর্কি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। এই ঘটচনাকে কেন্দ্র শুক্রবার সকালে বিরাট উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
chaos between police and bjp workeres in shyambazar regarding rg kar incident, বিজেপি, শ্যামবাজার, ধরনা, আরজি কর

RG Kar Case-BJP Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ধরনা কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি। আটক বিজেপি নেতারা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

RG Kar Hospital Incident: আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে BJP-র কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি শ্যামবাজারে। উপর্যুপরি উত্তপ্ত বাক্য বিনিময় ও ধস্তাধস্তির পর বিজেপি নেতা-কর্মীদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে শ্যামবাজারে।

Advertisment

শ্যামবাজারে তুমুল অশান্তি। আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আজ BJP-র ধরনা কর্মসূচি ছিল। আগেভাগে হাসপাতালের সামনে ধরনা মঞ্চে বেধেছিল BJP। তবে অভিযোগ, আজ সকালেই সেই মঞ্চ খুলে দেয় পুলিশ। সকালে বিজেপি কর্মী সমর্থকরা আরজি কর হাসপাতালের সামনে পৌঁছলে পুলিশের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায়।

মঞ্চ খুলে ফেলা নিয়ে তুমুল পরিস্থিতি তৈরি হয়। নতুন করে মঞ্চ বাধতে গেলে বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশ।

বিরাট উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রীতিমতো তর্কাতর্কি শুরু করে দেন পুলিশের সঙ্গে। ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন শমীক ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়রা।

publive-image
বিজেপির এক মহিলা কর্মীকে সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

আরও পড়ুন- Locket-Rachana: আরজি কর কাণ্ডে লকেট-রচনা! তৃণমূল সাংসদের রিলস নিজের প্রোফাইলে পোস্ট BJP নেত্রীর

পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিজেপি নেতৃত্বের। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন বিজেপির বেশ কয়েকজন মহিলা কর্মী। তাঁদের টেনে-হিঁচড়ে সরিয়ে দেন পুলিশকর্মীরা। পুলিশকে ঘিরে তুমুল স্লোগান শুরু করে দেন বিজেপি কর্মী-সমর্থকরা। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

RG Kar Medical College kolkata police bjp
Advertisment