Chapra college principal assaulted: পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কাজ করা কলেজের অধ্যক্ষকে বেধড়ক মারধর করল তৃণমূল নেতার দাদা। ভয়ে আতঙ্কে চাকরি ছাড়তে চাইছেন চাপড়া গভর্নমেন্ট কলেজের ওই অধ্যক্ষ। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ হয়েছে।
চাপড়ার গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ শুভাশিস পাণ্ডে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দীর্ঘদিন ধরে কাজ করছেন।তাই বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে চাপড়া এলাকায় ঝোপঝাড় সংরক্ষণের জন্য টিনের হোডিং লাগাচ্ছেন। এই হোডিংয়ে লেখা আছে- 'স্থানীয় জীব বৈচিত্র্য হটস্পষ্ট। এখানে বিরলতম প্রজাতির উদ্ভিদ ও প্রাণী থাকে। তারা উপকার করে। দয়া করে এই ঝোপঝাড় ধ্বংস করবেন ন।'
এই হোর্ডিং চাপড়া ব্লকের গোংরায় ৩ টি ,রাজীবপুরে ৩ টি সহ মোট ১০ টি লাগানো হয়েছে। চাপড়ার গভর্নমেন্ট কলেজ থেকে ৪ কিমি দূরে রাজীবপুরে বিএস এফ চেকপোস্টের কাছে বুধবার এই হোর্ডিং লাগাতে গেলে অধ্যক্ষ শুভাশিস পাণ্ডেকে
অনুমতি না নিয়ে কেন বোর্ড লাগাচ্ছেন প্রশ্ন করেন তৃণমূল নেতার দাদা।
এরপর তার সিকিউরিটির সামনে মারধর করা হয়। সঙ্গে সঙ্গে তাকে গুরুতর জখম অবস্থায় চাপড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। রাতে শুভাশিস পাণ্ডে গোটা বিষয়টি জানিয়ে পুলিশের কাছে অভিযোগ করে। তাঁর অভিযোগ ওই এলাকার হাটখোলা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যর দাদা অজয় ঘোষ তাকে ব্যাপক মারধর করেছে। একইসঙ্গে ওই হোর্ডিং ফেলে দিয়েছে।
শুভাশিসবাবু কাঁদতে কাঁদতে বলেন, 'আমাকে যেভাবে ওই যুবক মারধর করেছে তাতে আমি আতঙ্কে আছি। ওরা একটা দল এসেছিল। এখান থেকে আমাকে স্থানান্তর না করা হলে আমাকে চাকরি ছাড়তে হবে।' শুভাশিসবাবু আরও বলেন, ওই যুবক এসে বলে ওখানে তার দোকান হবে। আমি বলি সরকারি জমি। তুমি পাশে দোকান করো। কিছু না শুনে আমাকে মারধর করে।' এ প্রসঙ্গে অভিযুক্ত অজয় ঘোষ বলেন, 'আমি ওনাকে চিনতে পারিনি। আমার রাগ হয়ে যায়। আমি ক্ষমা চেয়েছি। আমি ওনার সঙ্গে কাজ করব বলেছি।' পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, আমরা অভিযুক্তর কাছে নোটিশ পাঠিয়েছি।