New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/03/bengal-cm-mamata-banerjee-writes-to-amit-shah-2025-07-03-17-09-19.jpg)
শমীক বঙ্গ BJP-র ব্যাট ধরতেই, শাহকে চিঠি মমতার
Mamata Writes Letter To Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি তিনি বলেন, "এই ধরণের ঘটনা আজকালকার দিনে একটি বড় চ্যালেঞ্জ, যার মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় এবং যৌথ পদক্ষেপ প্রয়োজন"।
শমীক বঙ্গ BJP-র ব্যাট ধরতেই, শাহকে চিঠি মমতার
Mamata Writes Letter To Amit Shah: সোশ্যাল মিডিয়ায় ক্রমবর্ধমান উসকানিমূলক কনটেন্ট এবং সাইবার অপরাধের ঘটনার বাড়-বাড়ন্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে চিঠি লিখে মুখ্যমন্ত্রী অবিলম্বে কঠোর আইন প্রণয়ন, আইনি পরিকাঠামোকে আরও শক্তিশালী করা এবং সচেতনতামূলক প্রচার বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক কনটেন্টের রমরমা ও লাগামছাড়া সাইবার অপরাধের নিয়ে এবার গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। চিঠিতে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট, ভুয়ো ভিডিও ও উসকানিমূলক পোস্ট সমাজের শান্তি-শৃঙ্খলাকে ব্যাহত করছে। এর ফলে নারীদের বিরুদ্ধে অপরাধ বাড়াচ্ছে।
এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরণের ভুয়ো কনটেন্ট ও সাইবার অপরাধ ঠেকানোর জন্য কঠোর আইন ও শাস্তির বিধান আনার পক্ষে সওয়াল করেছেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট বন্ধে বর্তমানে যে সকল আইন রয়েছে তার যথাযথ প্রয়োগ,পাশাপাশি দেশজুড়ে সচেতনতা অভিযান জোরদার করা নিয়ে সোচ্চার হন মমতা।
Smt. @MamataOfficial has written to HM @AmitShah expressing deep concern over:
— All India Trinamool Congress (@AITCofficial) July 3, 2025
⚠️ The proliferation of provocative content on social media
⚠️ The alarming surge in cybercrimes
Our Hon’ble Chairperson has urged:
👉🏻 Introduction of stringent legislative measures to serve as an… pic.twitter.com/IDIMkwPcnY
চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, এই ধরণের উসকানিমূলক কনটেন্ট সমাজের শান্তি, জাতীয় ঐক্য ও গণতন্ত্রের জন্য বড় হুমকি। কঠোর আইন এবং ব্যাপক জনসচেতনতা মিলেই এই ক্ষতি ঠেকানো সম্ভব।” চিঠিতে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, “এই ধরণের ঘটনা আজকালকার দিনে একটি বড় চ্যালেঞ্জ, যার মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় এবং যৌথ পদক্ষেপ প্রয়োজন। দেশের সামাজিক স্থিতি, ঐক্য এবং গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি।”