Bhupesh Baghel’s son Chaitanya arrested: ছত্তিশগড়ে মদ কেলেঙ্কারি ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের পুত্র গ্রেফতার, বিধানসভা বয়কট কংগ্রেসের
ছত্তিশগড়ে ৩২০০ কোটি টাকার মদ কেলেঙ্কারিতে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের বাড়িতে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেপ্তার করেছে ইডি।
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের পুত্র চৈতন্য বঘেলকে শুক্রবার সকালে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এদিন ভিলাইতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, চৈতন্যের বিরুদ্ধে ছত্তিশগড়ে বহুচর্চিত মদের কেলেঙ্কারি মামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভূপেশ বঘেল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, "এটি আমার ছেলের জন্মদিনের বিশেষ উপহার!"
ইডি সূত্রে জানা গেছে, অর্থ পাচারের প্রমাণ পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উপলক্ষে ভূপেশ বাঘেল সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লেখেন, আজ তাঁর ছেলের জন্মদিন, কেন্দ্রীয় সরকার উপহার পাঠিয়েছে। ভূপেশ বাঘেলের বাড়িতে ইডির দল অভিযান চালাচ্ছে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই কংগ্রেস কর্মীরা সেখানে বিপুল সংখ্যক পৌঁছে যান। দলীয় কর্মীরা বাড়ির উভয় গেটের সামনে বসে স্লোগান দিতে শুরু করেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইডির গাড়িতেও পাথর ছোঁড়া হয়েছে।
ভূপেশ বঘেলের দাবি, আদানি গোষ্ঠীর জন্য তামনার এলাকায় কয়লা খনির প্রকল্পে গাছ কাটার ইস্যু বিধানসভায় তোলার কথা ছিল আজ। সেই ইস্যু আড়াল করতেই ইডি এই অভিযান চালিয়েছে। এর প্রতিবাদে কংগ্রেস বিধায়করা শুক্রবার সকালে বিধানসভা অধিবেশন বয়কট করেন। কংগ্রেস নেতা চরণ দাস মহান্ত বলেন, "ভূপেশ বঘেললে চাপে রাখতে চৈতন্যকে গ্রেফতার করা হয়েছে। আমরা এর বিরোধিতা করছি।"
ভূপেশ বঘেল সাংবাদিকদের বলেন, “ আমরা ভয় পাব না, মাথা নোয়াব না। আমাদের উপর যত চাপই আসুক, আমরা লড়াই চালিয়ে যাব। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, তদন্তে সবরকম সহযোগিতা করব। কিন্তু এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।”