Babla Sarkar Murder Update: তৃণমূল নেতা বাবলা সরকার খুনের প্রায় সাত মাস পর আত্মসমর্পণ করল বাবলু যাদব। শুক্রবার সকাল ১১টা নাগাদ মালদা আদালতে আত্মসমর্পণ করে বাবলু যাদব। খুনের ঘটনায় ৮ জনকে ইংরেজবাজার থানার পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। এই বাবলু যাদব ঘটনার পর থেকে বিহারে গা ঢাকা দিয়েছিল। বাবলু যাদবের নামে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষনা করেছিল পুলিশ। এদিন মালদা আদালতে এসে আত্মসমর্পণ করে। বাবলা সরকার খুনে এখনও পর্যন্ত মোট নয়জন গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, বছরের শুরুতেই মালদার দাপুটে তৃণমূল নেতা বাবলা সরকারকে ধাওয়া করে পরপর মাথায় তিনটে গুলি করে খুন করা হয়েছিল।
গত ২ জানুয়ারি ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার নিজের এলাকা মহানন্দাপল্লিতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন। একটি মোটর বাইকের করে আসা চারজন দুষ্কৃতী তৃণমূল নেতা বাবলা সরকারের গাড়ি ধাওয়া করেই মহানন্দাপল্লীতে এসে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে খুন করে। এই ঘটনার পর ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি এবং একদা সিপিএমের নেতা স্বপন শর্মা বিহারের তিন পেশাদার খুনিসহ মোট আটজন গ্রেফতার হয়েছিল।
পুলিশ জানিয়েছে, বাবলা সরকার খুনের ঘটনার পর কৃষ্ণ রজক এবং বাবলু যাদবের গ্রেপ্তারের জন্য দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর আগে বিহার থেকে কৃষ্ণ রজককে গ্রেফতার করা হয়। খুনের ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়ে ছিলেন অভিযুক্ত বাবলু যাদব। অবশেষে খুনের ঘটনার সাতমাস পর অবশেষে নিজেই আত্মসমর্পণ করে বাবলু যাদব।