করোনার পর এবার অ্যাডিনোভাইরাস নিয়ে থরহরি কম্প দশা বঙ্গে। এবার এই ভাইরাসে আক্রান্ত হেয় শিশুমৃত্যুর ঘটনা কলকাতায়। যা নিয়ে রীতিমতো উদ্বেগ বেড়েছে। কলকাতার পার্ক সার্কাসের একটি হাসপাতালে অ্যাডিনোভাইরাসের সংক্রমণে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল শিশুটি। এর আগেও এই একই ভাইরাস প্রাণ কেড়েছিল আরও একটি শিশুর।
আতঙ্ক তুঙ্গে তুলেছে অ্যাডিনোভাইরাস। শহর কলকাতার পাশাপাশি গত কয়েক সপ্তাহে অ্যাডিনোভাইরাস প্রভাব ফেলেছে জেলাগুলিতেও। মূলত জ্বর-সর্দি-কাশিতে ভোগার ছবি প্রায় ঘরে-ঘরে। শিশু ও প্রবীণদেরই বেশি কাবু করছে এই ভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাডিনোভাইরাসের সংক্রমণে জ্বর-সর্দি-কাশির মতো সমস্যা বহুলাংশে বেড়ে গিয়েছে।
আরও পড়ুন- নিশীথের বাড়ির কাছে কেন্দ্রীয় বাহিনীর উপর গুলি চালানোর নিদান TMC-র? অডিও Viral
এদিকে, অ্যাডিনোভাইরাস মোকাবিলায় যথেষ্ট তৎপরতা নিয়েছে রাজ্য সরকারাও। প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে জেলার মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিকেও। পরিবর্তিত পরিস্থিতিতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা আগেভাগে সেরে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- DA: সোম-মঙ্গল অফিসে না এলে কড়া মাশুল চোকাতে হবে, নির্দেশিকা জারি নবান্নর
৩ থেকে ৫ দিন পর্যন্ত জ্বর থাকলে দেরি না কে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে অনুরোধ করা হচ্ছে। শিশুদের ক্ষেত্রে জ্বর-সর্দি-কাশির সমস্যা টানা কয়েকদিন ধরে চলতে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শের পাশাপাশি তাঁদের স্কুলে না পাঠিয়ে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- নিশীথের বাড়ি ঘেরাওয়ের প্রতিবাদে হুংকার BJP রাজ্য-জেলা সভাপতির, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের