উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যুবকের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি। বিজেপি পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের ভাই মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ সুপারের কাছে অভিযোগও দায়ের করেছিল পরিবার। এরই মধ্যে ঘটনার তদন্তভার গেল সিআইডির হাতে।
উল্লেখ্য, কালিয়াগঞ্জ থানায় ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনার তদন্তে এর আগে রাধিকাপুরে একটি বাড়িতে অভিযানে গিয়েছিল পুলিশ। বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে চলে তল্লাশি অভিযান। তল্লাশি চলাকালীন স্থানীয়দের সঙ্গে বিবাদ শুরু হয় পুলিশকর্মীদের। তারই মধ্যে চলে গুলি।
আরও পড়ুন- তেহট্টের সমবায় ভোটে বিরাট জয় বামেদের, লাল ঝড়ে উড়ে গেল সবুজ-শিবির
অভিযোগ, এক পুলিশ আধিকারিকই গুলি করে মারে বিজেপি পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয় বর্মনকে। নিহত যুবকও বিজেপি কর্মী বলেই দাবি গেরুয়া শিবিরের। ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। পথ অবরোধ থেকে শুরু করে মিছিল হয়েছে। কালিয়াগঞ্জ-কাণ্ডের প্রতিবাদে উত্তরবঙ্গের আট জেলায় বনধেরও ডাক দিয়েছিল গেরুয়া শিবির।
আরও পড়ুন- এগাঁয়ে হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায়! চোখ খুললেই দেখা মেলে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার
এদিকে, নিহত যুবকের পরিবারের অভিযোগ, কালিয়াগঞ্জ থানার এএসআইয়ের চালেনা গুলিতেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয় বর্মনের। এই ঘটনার তদন্তভার এবার সিআইডির হাতে গিয়েছে। ওই দিন ঠিক কী ঘটেছিল তার বিস্তারিত তদন্ত করে দেখবে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা।