CISCE ISC, ICSE Results 2025: আইসিএসই পরীক্ষায় নজরকাড়া ফল করে তাক লাগাল শিলিগুড়ির দুই যমজ ভাই। শুধু জন্মসূত্রেই তারা যমজ নয়, পরীক্ষায় রেজাল্টেও একই নম্বর! বুধবার ফল প্রকাশ হতেই দেখা যায় সিদ্ধান্ত কার্তিক ও সিদ্ধার্ত কার্তিক দুজনে ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছে। তাদের এই নম্বর দেখে পরিবারের লোকেরা খুশি হওয়ার পাশাপাশি অবাকও হয়েছেন।
ছোট থেকেই দু’ভাই একে অপরের প্রিয় বন্ধু। পড়াশোনা থেকে খেলাধুলো সবটাই করে একসঙ্গে। দু’জনের মধ্যে সখ্যতা এতটাই যে দুজনের পছন্দের জিনিসও একই। বিহারের মধুপুরের বাসিন্দা হলেও পঞ্চম শ্রেণি থেকে শিলিগুড়ি সেন্ট মাইকেল স্কুলে পড়াশোনা করছে সিদ্ধান্ত ও সিদ্ধার্থ। তবে স্কুলের পরীক্ষায় কোনওদিন হুবহু একই নম্বর তারা পায়নি। কিন্তু বোর্ডের পরীক্ষাতে একই নম্বর পাওয়ায় দু’জনে রীতিমতো অবাক।
এ প্রসঙ্গে তাদের বাবা শচীন কুমার হেসে বলেন, ‘অনলাইনে দুজনের রেজাল্ট দেখেই আমি অবাক। দুজনেই ৯৯.৪শতাংশ নম্বর পেয়েছে। আবার দুজনেরই ইচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার।’ পাশাপাশি মা পুনম কুমারী বলেন, ‘দুই ছেলের সাফল্যে এখন ডবল আনন্দ আমাদের পরিবারে। ছেলেরা যাতে আইআইটিতে পড়াশোনার স্বপ্নপূর্ণ করতে পারে সে চেষ্টাই করবো।’
অন্যদিকে রেজাল্ট নিয়ে প্রশ্ন করতেই দুই ভাই বলে, ‘একসঙ্গে পড়াশোনা করেছি। এমনকি পড়াশোনার সময় কারো কোনও অসুবিধা হলে একে অপরকে বুঝিয়েছি। তবে একই নম্বর যে পাব তা কখনও ভাবিনি।’