CISCE ISC, ICSE Results 2025: ধনুকভাঙা পণেই গগনচুম্বী সাফল্য, ICSE-তে দুঃসাধ্য সংগ্রামে অসাধ্য সাধন! বাংলার কিশোরের এগল্প প্রেরণা দেবে

CISCE ISC, ICSE Results 2025: আইসিএসসি-র দশম শ্রেণীর পরীক্ষায় তাক লাগানো নম্বর পেয়ে বাংলাকে গর্বিত করল বর্ধমানের সুরাঙ্কুর নন্দী। সুরাঙ্কুরের প্রাপ্ত নম্বর ৯৯.৬ শতাংশ।

CISCE ISC, ICSE Results 2025: আইসিএসসি-র দশম শ্রেণীর পরীক্ষায় তাক লাগানো নম্বর পেয়ে বাংলাকে গর্বিত করল বর্ধমানের সুরাঙ্কুর নন্দী। সুরাঙ্কুরের প্রাপ্ত নম্বর ৯৯.৬ শতাংশ।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
 ICSE Results 2025 Burdwan Boy Got 99.6% marks, Success Story will inspires You

বাংলাকে গর্বিত করল বর্ধমানের সুরাঙ্কুর নন্দী। Photograph: (প্রদীপ চট্টোপাধ্যায়)

CISCE ISC, ICSE Results 2025: আজ, সোমবার, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) দশম শ্রেণি (ICSE) ও দ্বাদশ শ্রেণি (ISC)-এর ২০২৫ সালের ফলাফল প্রকাশ করেছে। চলতি বছরের ফলাফলের নিরিখে দাপট দেখিয়েছে বাংলা। আইসিএসসি-র দশম শ্রেণীর পরীক্ষায় তাক লাগানো নম্বর পেয়ে বাংলাকে গর্বিত করল বর্ধমানের সুরাঙ্কুর নন্দী। সুরাঙ্কুরের প্রাপ্ত নম্বর ৯৯.৬ শতাংশ। 

Advertisment

আশা ছিল ভাল ফলের। তবে প্রাপ্ত নম্বর সুরাঙ্কুরের সকল প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বামচাঁদাইপুরে সেন্ট পলস স্কুল থেকে এবার দশম শ্রেণীর পরীক্ষা দেয় সুরাঙ্কুর। পড়াশোনায় পাশাপাশি ছবি আঁকা ও আবৃত্তি করা তার নেশা। প্রতিদিন ১২ ঘন্টার কাছাকাছি পড়াশুনাতেই মিলেছে এই তাক লাগানো সাফল্য। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছা রয়েছে তার। 

ICSE-ISC -তে বাংলার জয়জয়কার, ১০০ শতাংশ নম্বর পেয়ে তাক লাগানো ফল সৃজনীর

সুরাঙ্কুরের বাবা সুরজিৎ নন্দী ছেলের এই আকাশছোঁয়া নম্বরে স্বভাবতই খুশি। তিনি বলেন, বরাবরই আমার ছেলে পড়াশোনায় খুবই মনোযোগী। ক্লাসের প্রতিটি পরীক্ষাতেই ভাল নম্বর পেয়েছে। কেজি থেকে দশম শ্রেণী পর্যন্ত সেন্ট পলস স্কুলেই সুরাঙ্কুর পড়ছে। তবে তার হাতে খড়ি আনন্দ মার্গ স্কুলে। আমরা আশা করেছিলাম ৯৯ শতাংশের কাছাকাছি নম্বর থাকবে। কিন্তু রেজাল্টে দেখা গেল তার থেকেও বেশি নম্বর পেয়েছে ছেলে"।  

Advertisment

সুরজিৎ বাবু বর্ধমান শহরের একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। তার ইচ্ছা ছেলে চিকিৎসক হয়ে গরীব মানুষদের সেবায় এগিয়ে আসবে। মা রিঙ্কু নন্দী গৃহবধূ। তিনি বলেন, আমরা আশা করেছিলাম ছেলে ভালো রেজাল্ট করবে। প্রতিদিন গড়ে ১২ ঘন্টা করে পড়াশুনা করত। বাবার মত মায়েরও ইচ্ছা ছেলে ভবিষ্যতে চিকিৎসক হয়ে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করুন। খেলাধুলা করার সেভাবে সময় না পেলেও মোবাইলে গেম খেলা কিন্তু বেশ পছন্দের সুরাঙ্কুরের। 

burdwan Success Story