Advertisment

Malda news: গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, পুলিশের জালে সিভিক ভলান্টিয়ার

Malda-Manikchak: আইনের রক্ষকই ভক্ষক! ফের একবার খোদ পুলিশ বিভাগে কর্মরত যুবকের বিরুদ্ধেই ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনকে বিঁধে সুর চড়িয়েছে বিরোধীরা।

author-image
Madhumita Dey
New Update
west bengal news,malda news,arrested,মালদার খবর

Malda News: প্রতীকী ছবি।

Civic volunteer arrested for rape of housewife: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এবার এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করলো পুলিশ। মালদার মানিকচক থানার দাল্লুটোলা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে মালিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। তদন্তে নেমে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পঙ্কজ মন্ডল। সে মানিকচক থানায় সিভিক ভলেন্টিয়ার। তিন মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয় মুর্শিদাবাদে। গত সপ্তাহে মানিকচকে বাপের বাড়িতে আসেন ১৯ বছর বয়সী ওই গৃহবধূ। দুই দিন ধরে তাঁর পেটে ব্যাথা শুরু হয়। তারপরেও পেটে ব্যাথা কমছিল না। পেটে ব্যথার সমস্যা নিয়ে 'ঝাড়ফুঁক' করানোর জন্য ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে যান ওই গৃহবধূ। ওই সিভিক ভলেন্টিয়ারের মা বাড়িতে 'ঝাড়ফুঁক' করেন।

রাতে সিভিক ভলোন্টিয়ারের বাড়িতে গিয়েছিলেন ওই গৃহবধূ। সেই সময়ে তার বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে ওই মহিলাকে ধর্ষণ করে ওই সিভিখ ভলেন্টিয়ার। ঘটনা জানাজানি হতেই গৃহবধু মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে।

আরও পড়ুন- West Bengal News Live: অবস্থার আরও অবনতি, SSKM-এ ভর্তি পার্থকে নিয়ে চিন্তায় চিকিৎসকরাও

Advertisment

বিষয়টি নিয়ে দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড় চন্দ্র মণ্ডল বলেন, "রাজ্যের আইন শৃঙ্খলা নেই। আর যার ফলে সিভিক ভলেন্টয়ার খুন, ধর্ষণে জড়িয়ে পড়ছে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা বার বার করে বলছি পুলিশ প্রশাসন এই রাজ্যে নেই। যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ সঠিক কাজ করলে এই ধরনের ঘটনা ঘটত না।" অন্যদিকে, জেলা তৃণমূলের মুখপাত্র আশীষ কুণ্ডু বলেন, "এরাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত। তাই যার নামে অভিযোগ তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। বিজেপির অভিযোগের কোনও গুরুত্ব এই রাজ্যে নেই।"

আরও পড়ুন- Noapara-Airport Metro: সফল প্রথম ট্রায়াল রান, নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটে ছুটল মেট্রো, কবে থেকে চালু পরিষেবা?

Malda Bengali News Maldah Bangla News Bengali News Today
Advertisment