/indian-express-bangla/media/media_files/2025/01/25/vRXghcXAoGJdLdkKNL1j.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Live Updates: নীতি আয়োগের (Niti Ayog) সমীক্ষায় দেশের অন্যান্য রাজ্যগুলির মধ্যে আর্থিক স্বাস্থ্যের মাপকাঠিতে পশ্চিমবঙ্গ পিছনের সারিতে রয়েছে। দ্রুত এই পরিস্থিতি থেকে বেরোতে পশ্চিমবঙ্গকে পরিকাঠামো তৈরি সহ মূলধনী খাতে খরচে অগ্রাধিকারের পরামর্শ নীতি আয়োগের। এছাড়াও রাজস্ব খাতে আয় বাড়ানোর পরামর্শ নীতি আয়োগের। রাজকোষের স্বাস্থ্যের মাপকাঠিতে মোট ১৮ টি রাজ্যকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণিতে রয়েছে ওড়িশা, ছত্তীশগড়, গোয়া, ঝাড়খন্ড ও গুজরাট। একেবারে খারাপ অর্থাৎ চতুর্থ শ্রেণীতে রয়েছে পশ্চিমবঙ্গ, কেরল, অন্ধ্রপ্রদেশ ও পঞ্জাব।
অন্যদিকে, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তির দাবি এবার CBI-এরও। রাজ্য সরকারের পাশাপাশি এবার এই একই দাবি কলকাতা হাইকোর্টে জানিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আগামী সোমবার রাজ্য সরকার এবং সিবিআই এই দু'পক্ষেরই আবেদনের শুনানি হবে কলকাতা হাইকোর্টে।
এদিকে, জঙ্গলমহলে আবারও বাঘের আতঙ্ক। বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। ঝাড়গ্রামের বেলপাহাড়িতে দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ। ঝাড়খণ্ড ও পুরুলিয়ার সীমানাবর্তী এলাকার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি দেখা গিয়েছে। অন্যদিকে, বাঁকুড়ার রানিবাঁধের বাগডুবি গ্রামের কাছে রাস্তাতেও শুক্রবার একাধিক পায়ের ছাপ মেলে। ওই পায়ের ছাপও বাঘের বলেই অনুমান বনকর্মীদের। ফের একবার চূড়ান্ত সতর্কতা ঝাড়গ্রাম ও বাঁকুড়ার ওই জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জঙ্গলমহলে বেড়াতে যাওয়া পর্যটকদেরও সতর্ক করছে প্রশাসন।
-
Jan 25, 2025 18:20 IST
West Bengal News Live: বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার
গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো গাজোল থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কদুবাড়ি এলাকা থেকেই ওই দুই জালনোট পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার রয়েছে ১ লক্ষ ১৭ হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া জালনোটগুলি সবই ৫০০ টাকার বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মোজাফফর হোসেন এবং নাসিম শেখ। এদের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। এদিন গভীর রাতে গাজোলের কদুবাড়ী এলাকায় জালনোটগুলি নিয়ে জড়ো হয়েছিল ওই দুই পাচারকারী। তার আগেই গোপন সূত্রে খবর পায় গাজোল থানার পুলিশ। এরপরে পুলিশ কদুবাড়ি মোড়ে অভিযান চালিয়ে হাতে নাতে ওই দুই পাচারকারীকে ধরে ফেলে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই জানলোটগুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃতেরা। গাজোলে এসে গাড়ি ধরার জন্যই জাতীয় সড়কে অপেক্ষা করছিল তারা। কিন্তু তার আগেই ওই দুই পাচারকারীকে জালনোটসহ হাতেনাতে ধরে ফেলা হয়।
-
Jan 25, 2025 16:31 IST
West Bengal News Live:'বিশ্ব হিন্দু বার্তা' নামে স্টল কলকাতা বইমেলায়
বিশ্ব হিন্দু পরিষদের নামে নয়, এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (International Kolkata Book Fair) বিশ্ব হিন্দু বার্তা নামে স্টল হচ্ছে। শনিবার একথা জানিয়ে দিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। কলকাতা বইমেলায় স্টল দেওয়ার অনুমতি চেয়ে বিশ্ব হিন্দু পরিষদের আবেদন খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট মামলা খারিজের পরপরই বিশ্ব হিন্দু পরিষদকে অন্য নামে স্টল পাওয়ার অ্যাপ্লিকেশন জমা দিতে বলেছিল বইমেলা কর্তৃপক্ষ। হিন্দুত্ববাদী সংগঠনটি এতে সম্মত হওয়াতেই জট কেটে গেছে বলে জানিয়ে দিলেন ত্রিদিব চট্টোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন- International Kolkata Book Fair 2025:আলোচনায় কাটল জট, 'বিশ্ব হিন্দু বার্তা' নামে স্টল কলকাতা বইমেলায় -
Jan 25, 2025 15:58 IST
West Bengal News Live:রেকর্ড দুয়ারে সরকার-এর
দুয়ারে সরকার কর্মসূচি নতুন রেকর্ড গড়েছে। গতকাল অর্থাৎ ২৪ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কর্মসূচি দুয়ারে সরকার। প্রথম দিনেই রাজ্যের ১৩ হাজার ৯২২ টি দুয়ারে সরকার ক্যাম্পে অংশ নিয়েছেন মোট ৫ লক্ষ ৪৬ হাজার ৫৯৬ জন। লক্ষীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্যসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য সবচেয়ে বেশি নাম লেখাতে দেখা গিয়েছে।
-
Jan 25, 2025 15:41 IST
West Bengal News Live:কলকাতা বইমেলায় বেনজির তৎপরতা
আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (International Kolkata Book Fair) । ওই দিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে শনিবার বইমেলার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সল্টলেক করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গণ একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হল। সেখানে মেলা আয়োজক সংস্থা, পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট, দমকল সহ প্রশাসনিক একাধিক শীর্ষস্তরের কর্তারা।
বিস্তারিত পড়ুন- International Kolkata Book Fair 2025: সপ্তাহ ঘুরলেই শুরু কলকাতা বইমেলা, বইপ্রেমীদের সুরক্ষায় বেনজির তৎপরতা
-
Jan 25, 2025 14:35 IST
West Bengal News Live:ফের কলকাতায় বহুতল হেলে পড়ার ছবি
ফের কলকাতায় হেলে পড়ল বহুতল। কলকাতার চৌরঙ্গি রোডে পুরনো একটি বহুতল হেলে পড়েছে পাশের একটি বহুতলের গায়ে। এক্সাইড মোড়ের কাছে এই ঘটনা। ৬ তলা একটি পুরনো বহুতল পাশের বিল্ডিয়ের গায়ে হেলে পড়েছে। 'বিপজ্জনক' ওই বাড়িতে রয়েছেন আবাসাকিরাও। এই বিল্ডিংয়ের বাসিন্দাদের দাবি, এটি নতুন করে হেলে পড়েনি। দীর্ঘকাল ধরে বিল্ডিংটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এখানকার বাসিন্দারা তুমুল আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে কলকাতা পুরসভার তরফে বিপজ্জনক বাড়ি বলে উল্লেখ করা হয়নি এই বাড়িটিকে। কলকাতার ৭১ নং ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিংয়ের অভিযোগ, এটি বহুদিন ধরেই হেলে রয়েছে।
-
Jan 25, 2025 14:12 IST
West Bengal News Live:শহরে ইডি-র অভিযান
ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা শহরে ইডির অভিযান। সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে এদিন তল্লাশিতে যায় ইডি। ওই ব্যবসায়ী ব্যবসা বাড়ানোর নামে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা অন্য কাজে লাগানো হয় বলে অভিযোগ। ব্যাঙ্কের সঙ্গে সমস্ত রকম যোগযোগ বিচ্ছিন্ন করে দেন ওই ব্যবসায়ী। একটি বেসরকারি ব্যাঙ্ক ভিন রাজ্যে অভিযোগ দায়ের করে। সেই মামলার তদন্তে ইডির অভিযান। এরই পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে বিহারের একাধিক সরকারি আধিকারিকের 'কালো টাকা' ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে 'সাদা' করিয়ে দেওয়ারও অভিযোগ আছে। ওই টাকা পরবর্তী কাল বেনামে বিদেশে পাচার করে দেওয়া হতো বলে ইডি সূত্রে খবর।
-
Jan 25, 2025 13:30 IST
West Bengal News Live:বাংলাদেশ সীমান্তে জোড়া বাঙ্কার
নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে এবার মাটি খুঁড়তে গিয়ে মিলল জোড়া বাঙ্কার। খোঁড়াখুঁড়ির পর ওই বাঙ্কারের মধ্যে থেকে নিষিদ্ধ কাফ সিরাপ প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে। ওই বাঙ্কারের মধ্যে গোলাবারুদ লুকিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করছে বিএসএফ। গোটা এলাকায ঘিরে রেখে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চলছে।
-
Jan 25, 2025 11:28 IST
West Bengal News Live:পুলিশের জালে সিভিক ভলান্টিয়ার
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এবার এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করলো পুলিশ। মালদার মানিকচক থানার দাল্লুটোলা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে মালিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। তদন্তে নেমে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Malda news: গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, পুলিশের জালে সিভিক ভলান্টিয়ার
-
Jan 25, 2025 11:06 IST
West Bengal News Live:ভালো নেই পার্থ
পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে SSKM হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কিডনির সমস্যা থেকে শুরু করে শারীরিক নানাবিধ অসুবিধা রয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর। বিশেষ করে বয়সের সঙ্গে সঙ্গে খাওয়া-দাওয়া নিয়ে একেবারেই সচেতন ছিলেন না পার্থ চট্টোপাধ্যায়। তারই জেরে তাঁর অজান্তেই শারীরিক নানা সমস্যা বেড়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ বেশ কয়েকটি ব্লাড টেস্ট করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
-
Jan 25, 2025 10:58 IST
West Bengal News Live: মুম্বই হামলার চক্রী তাহাউরকে হাতে পাচ্ছে ভারত
অবশেষে পাকিস্তানি বংশোদ্ভুত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে হাতে পেতে চলেছে ভারত। ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে দীর্ঘ কয়েক বছর রানাকে এদেশে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। এবার আমেরিকার সুপ্রিম কোর্ট রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। মুম্বইয়ে নারকীয় জঙ্গি হামলার অন্যতম প্রধান অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী এই তাহাউর রানা। কানাডার এই ব্যবসায়ীকে বহুদিন আগেই হাতে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। মুম্বইয়ে জঙ্গি হামলার সঙ্গে রানার সরাসরি যোগ ছিল বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
বিস্তারিত পড়ুন- Tahawwur Rana Extradition: মুম্বই হামলার চক্রী তাহাউরকে হাতে পাচ্ছে ভারত, রানাকে প্রত্যর্পণে সায় আমেরিকার সুপ্রিম কোর্টের
-
Jan 25, 2025 10:19 IST
West Bengal News Live: নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটে ছুটল মেট্রো
মেট্রো যাত্রীদের জন্য আরও একটি সুখবর!মেট্রোয় কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর দীর্ঘদিনের স্বপ্ন ৭৬তম প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর অংশে (৭.০৪ কিলোমিটার) হলুদ লাইনের আপ এবং ডাউন উভয় লাইনে প্রথম পূর্ণাঙ্গ ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিস্তারিত পড়ুন- Noapara-Airport Metro: সফল প্রথম ট্রায়াল রান, নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটে ছুটল মেট্রো, কবে থেকে চালু পরিষেবা?
-
Jan 25, 2025 09:38 IST
West Bengal News Live: বিস্ফোরক বিমান বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' কর্মসূচি ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলে দিয়েছে। প্রতিদিন হাজার-হাজার মানুষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনস্থ বিধানসভা কেন্দ্রগুলির এই বিশেষ স্বাস্থ্য শিবিরগুলিতে পরিষেবা নিতে আসছেন। অভিষেক নিজেও পালা করে প্রায়ই এই সব স্বাস্থ্য শিবিরগুলি পরিদর্শন করছেন। তবে অভিষেকের এই 'সেবাশ্রয়' উদ্যোগ নিয়ে সন্দিহান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চালু বিশেষ এই কর্মসূচি নিয়ে এবার বোমা ফাটালেন বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন- Sebashray: 'সরকারের সঙ্গে কোনও সম্পর্ক নেই', অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক বিমান বন্দ্যোপাধ্যায়
-
Jan 25, 2025 08:53 IST
West Bengal News Live: চার-ছক্কা হাঁকাতে কোমর বাঁধছে শীত
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় এই মরশুমে শীতের ইনিংসে বারবার বাধা এসেছে। গত কয়েকদিনে তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের আমেজ বেশ ফিকে হয়ে গিয়েছে। তবে শীতপ্রেমীদের জন্য শেষবেলায় সুখবর হাওয়া অফিসের। আগামী ২৪ ঘণ্টাতেই ফিরছে ঠাণ্ডা। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পারদ। তবে এরই মধ্যে তিন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: আগামী ২৪ ঘণ্টাতেই ঠান্ডার দুরন্ত কামব্যাক! শেষবেলায় চার-ছক্কা হাঁকাতে কোমর বাঁধছে শীত
-
Jan 25, 2025 08:52 IST
West Bengal News Live: তৃণমূলকর্মী খুনে গ্রেপ্তার আরও ২
মালদার কালিয়াচকে তৃণমূলকর্মী খুনে গ্রেপ্তার আরও দুই। সুদূর হায়দরাবাদ থেকে ওই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ এবং তেলেঙ্গানা পুলিশের সহায়তায় ওই দুই অভিযুক্তের নাগাল পেয়েছে পুলিশ। তৃণমূলকর্মী হাসান শেখ খুনের ঘটনায় এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ৫।