/indian-express-bangla/media/media_files/2025/05/10/FfRk8jZEuglQWhJDeNBi.jpg)
তিন বাহিনীর প্রধানদের সঙ্গে মোদীর বৈঠক, তড়িঘড়ি বিরাট অ্যাকশনে কেন্দ্রের বড় সিদ্ধান্ত
civil flight operations suspended: ভারত পাকিস্তানের উত্তেজনা আবহে এবার বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্র। ১৫ মে পর্যন্ত ৩২টি বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল স্থগিতের বড় ঘোষণা।
ভারত-পাকিস্তান উত্তেজনা আবহে দেশের সবকটি বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিল BCAS! সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস) দেশজুড়ে সমস্ত বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলিকে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কঠোর নির্দেশ জারি করেছে। যার অধীনে সমস্ত বিমানবন্দরে সমস্ত যাত্রীর সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং (SLPC) করা হবে। টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি আগামী ১৫ মে পর্যন্ত ৩২টি বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত করার ঘোষণা করেছে।
আত্মায় আঘাত! পাকিস্তানকে কাঁদিয়ে ছাড়ার 'আগুনে জেদ' ভারতের, পালটা প্রত্যাঘাতে দিশেহারা
দিল্লির তরফে প্রাথমিকভাবে শনিবার ভোর ৫:২৯ পর্যন্ত ভারত-পাকিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত প্রায় ২৫টি বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা করে। কিন্তু উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিমানবন্দরগুলির সাময়িক বন্ধের মেয়াদ কমপক্ষে ১৫ মে সকাল পর্যন্ত বাড়ানো হয়েছে এবং তালিকায় আরও কয়েকটি বিমানবন্দর যুক্ত করা হয়েছে। বিমানবন্দরগুলির মধ্যে রয়েছে শ্রীনগর, জম্মু , লেহ, অমৃতসর, চণ্ডীগড় , আম্বালা, লুধিয়ানা , যোধপুর, বিকানের, জয়সলমের, উত্তরলাই, রাজকোট, ভুজ, জামনগর, ধর্মশালা, বাথিন্ডা, পাতিয়ালা, পাঠানকোট, শিমলা , কিষাণগড়, হিন্ডন, পোরবন্দর, মুন্দ্রা এবং কান্দলা সহ আরও অনেক বিমানবন্দর।
➡️ Temporary Suspension of Civil Flight Operations at Select Airports and Air Routes
— PIB India (@PIB_India) May 9, 2025
➡️ The Airports Authority of India (AAI) and relevant aviation authorities have issued a series of Notices to Airmen (NOTAMs) announcing the temporary closure of 32 airports across northern and… pic.twitter.com/MZEfbI1YkJ
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে জানানো হয়েছে "এই সময়ের মধ্যে এই বিমানবন্দরগুলিতে সমস্ত যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত থাকবে"। দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো বিমানবন্দর বন্ধের কারণে প্রতিদিন ১৬৫টি বিমান বাতিলের কথা জানিয়েছে। শুক্রবার বেসামরিক বিমান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্তের পর, বিমান সংস্থাগুলি যাত্রীদের বিমান বাতিলের বিষয়ে পরামর্শ জারি করেছে।
পাকিস্তানের সঙ্গে টানটান উত্তেজনা আবহে সীমান্তবর্তী রাজ্যগুলিতে সতর্কতা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে। রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাটসহ উত্তর ও পশ্চিম ভারতের সামরিক ঘাঁটিগুলিতে পাকিস্তানের হামলার আশঙ্কায় বৃহস্পতিবার থেকেই রাজ্যগুলিতে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তে টহল বাড়ানো, জরুরি পরিস্থিতিতে স্থানীয়দের সরিয়ে নেওয়ার পরিকল্পনা ইতিমধ্যে সেড়ে নেওয়া হয়েছে এবং পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা। এক সরকারি কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন, রাজ্য পুলিশ ও প্রশাসন বর্তমানে সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) এবং সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সকল কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং ছুটিতে থাকা কর্মীদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
'পাকিস্তান জিন্দাবাদ'! ফেসবুক পোস্টে 'পাক প্রীতি', কাটোয়ার যুবককে ধরতে তড়িঘড়ি মুম্বই ছুটল বাংলার পুলিশ
পরিস্থিতির গুরুত্ব বিচার করে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর প্রধানরা।