Advertisment

Class 10 student dies by suicide: মেধাবী মেয়ের ভর্তির টাকা জোগাড়ে হিমশিম ভ্যানচালক বাবার, অভিমানে আত্মঘাতী কিশোরী

Class 10 student dies by suicide: শনিবার তাকে পরিবারের লোকজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ছাত্রীর। ক্যানিং থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ।

author-image
IE Bangla Web Desk
New Update
Garfa Woman Death, গড়ফায় তরুণীর রহস্যমৃত্যু

প্রতীকী ছবি

Class 10 student dies by suicide:  নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বাবার কাছে চেয়েছিল স্কুলে ভর্তির টাকা। পেশায় ভ্যাচালক বাবা ভ্যান চালিয়েও টাকার জোগাড় করতে পারেন নি। পরিবারের দাবি ভ্যানচালক বাবা মেয়েকে জানিয়েছিলেন, একদিন পরে স্কুলে ভর্তি টাকা দেবেন । ভর্তির টাকা চেয়েও না পেয়ে অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হল জীবন তলা থানার নবম শ্রেণীর ছাত্রী। 

Advertisment

শনিবার তাকে পরিবারের লোকজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ছাত্রীর। ক্যানিং থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না  তদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। 

ছাত্রীর দাদা আক্রাম মোল্লা বলেন, অভাবে সংসার কোনক্রমে দিন চলে, বোনের ভর্তির টাকা জোগাড় করতে হিমসিম খাচ্ছিলেন কাকা। তিনি  বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই টাকা জোগাড় করে দেবেন। কিন্তু তার মধ্যেই বোন আত্মহত্যা করে। বোন মনে করেছিল ক্লাসের সব সহপাঠীরা ভর্তি হয়ে যাচ্ছে।  ও আর ভর্তি হতে পারেন না এই আতঙ্ক ওকে গ্রাস করে ফেলেছিল তাই এই সিদ্ধান্ত।

Suicide
Advertisment