Advertisment

Student Murder: ছুটির 'লোভে' ক্লাস ওয়ানের ছাত্রকে থেঁতলে খুন? অষ্টমের পড়ুয়ার বিস্ফোরক বয়ান!

Class 1 Student Murder: স্কুলের পাশের একটি পুকুরের ধার থেকে প্রথম শ্রেণির ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছিল। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী সময়ে শিশুটির মৃত্যুর তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবার। পুলিশ তদন্ত শুরু করেই চাঞ্চল্যকর তথ্য পায়। রোমহর্ষক এই তথ্য পেয়ে অবাক হয়ে যান পুলিশের শীর্ষ কর্তারাও। গোটা ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে জেলা প্রশাসন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বারবার বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Class 8 student accused murder of Class 1 student Purulia Manbazar, পুরুলিয়া মানবাজার প্রথম শ্রেণির ছাত্রকে খুন অষ্টম শ্রেণির ছাত্রের

Student Murder: রোমহর্ষক এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Student Murder: রোমহর্ষক কাণ্ডে তীব্র চাঞ্চল্য! প্রথম শ্রেমির এক ছাত্রকে থেঁতলে খুনের অভিযোগ ওই স্কুলেরই অষ্টম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রকে আটক করার পর জিজ্ঞাসাবাদে সে খুনের (Murder) কথা স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরুলিয়ার (Purulia) মানবাজারের (Manbazar) এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো আলোচনা ছড়িয়ে পড়েছে।

Advertisment

পুরুলিয়ার মানবাজারের একটি আবাসিক স্কুলের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। গত ৩০ জানুয়ারি স্কুলের (School) পাশের একটি পুকুরের ধার থেকে প্রথম শ্রেণির এক ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

গত ৩১ জানুয়ারি শিশুটির ময়নাতদন্তের পরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। প্রথম শ্রেণির ওই পড়ুয়ার মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবি করেন তার পরিবারের সদস্যরা। পুলিশ তদন্ত শুরু করে ওই আবাসিক স্কুলটির অষ্টম শ্রেণির এক ছাত্রকে আটক করে।

আরও পড়ুন- Pre Wedding Photoshoot: ভুবনভোলানো সৌন্দর্য্যে মুগ্ধ বিদেশিরাও! ওয়েডিং ফটোশুটে বাংলার এপ্রান্তই পছন্দের শীর্ষে!

তাকে জিজ্ঞাসাবাদেই চোখ কপালে ওঠার মতো তথ্য পায় পুলিশ। "স্কুলের ছাত্র মারা গেলে একদিন ছুটি পাওয়া যাবে, এই ভেবেই প্রথম শ্রেণির ছাত্রকে খুন", আটক অষ্টমের পড়ুয়া জিজ্ঞাসাবাদে নাকি এমনই জানিয়েছে পুলিশকে। তবে পুলিশ সবদিক খতিয়ে দেখছে।

আরও পড়ুন- Sundarban: সুন্দরবনে এবার শুধু বাঘ দেখাই নয়, পর্যটকদের জন্য দুরন্ত চমক আর ক’দিনেই!

এপ্রসঙ্গে পুলরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "ওর মনে হয়েছিল বাচ্চাটা মারা গেলে একদিন স্কুলে ছুটি পাবে। এটাই ও বলেছে। তবে আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি।"

purulia West Bengal Student Death Murder
Advertisment