Advertisment

Sundarban: এবার ফাটাফাটি মজা সুন্দরবনে! বাঘ তো দেখবেনই! পর্যটকদের জন্য আশ্চর্য্য চমক আর ক'দিনেই

Sundarban: দেশ-বিদেশের পর্যটকদের কাছে সুন্দরবন বরাবরই বেড়ানোর অন্যতম আকর্ষণীয় একটি ক্ষেত্র। রয়্যাল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণভূমি ম্যানগ্রোভে ঘেরা সুন্দরবনের গভীর সবুজ-অরণ্য। এখানকার নদীগুলির জলে-চরে দাপিয়ে বেড়ানো কুমীরও নজর এড়ায় না। সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা ইতিমধ্যেই সেঞ্চুরি ছাড়িয়েছে। তবে এবার এই সুন্দরবন বেড়ানো আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে পর্যটকদের কাছে। পর্যটকদের জন্যই নতুন এক নজরকাড়া বন্দোবস্ত করা হচ্ছে বনদফতরের তরফে। যার কাজ ইতিমধ্যেই অনেকটাই শেষের পথে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো ব্যবস্থাটি পুরোদমে চালু করার ব্যাপারে আশাবাদী বনকর্তারা।

author-image
Nilotpal Sil
New Update
Enclosure for birds in Sundarban Wild Animals Park Jharkhali

Sundarban: সুন্দরবনে বেড়াতে যাওয়া এবার আরও বেশি মনোমুগ্ধকর হতে চলেছে।

Sundarban: প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি সবুজ ম্যানগ্রোভে (Mangrove) ঘেরা সুন্দরবন (Sundarbans)। ঘন দ্বীপাঞ্চলের জঙ্গলের আনাচে-কানাচে দাপিয়ে বেড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। শুধু বাঘই (Tiger) নয়, বাদাবনে ঘেরা এই জঙ্গলে থাকে হরিণ (Deer), বাঁদর, শুকর, বনবিড়াল-সহ আরও কত প্রাণী। সুন্দরবনের নদীগুলিতে কুমিরের (crocodile) অবাধ বিচরণ। তবে এসব দেখতে দেখতে যাঁরা ক্লান্ত হয়ে পড়েছেন তাঁদের জন্যই এবার সুন্দরবনে দুরন্ত এক ঠিকানা খুলে যাচ্ছে। এবার থেকে সুন্দরবনে গেলে এই তল্লাটে ঘুরে আসতে ভুলবেন না।

Advertisment

বাংলা-তথা এদেশ এমনকী বিদেশের পর্যটকদের (Tourists) কাছে সবুজে ঘেরা সুন্দরবন বরাবরই বিশেষভাবে আকর্ষণীয়। তবে সুন্দরবনের বাদাবনে উড়ে বেড়ায় অপূর্ব-অপরূপ পাখির (Birds) দল। নদীপথে বেড়াতে গেলে ঝাঁকে-ঝাঁকে এমন বিপুল সংখ্যায় পাখির দল পর্যটকদের নজর এড়ায় না। সুন্দরবনের স্থানীয় এলাকার এই পাখিদের জন্য এতদিন পাকাপোক্ত কোনও ঠিকানা ছিল না। সেই কারণে পর্যটকদের জন্যও এখানকার ম্যানগ্রোভ ঘেরা এলাকার অপূর্ব এই পাখিদের দর্শন পাওয়া কঠিন হচ্ছিল।

এবার তাই বাসন্তীর (Basanti) ঝড়খালির (Jharkhali) ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে (Sundarban Wild Animals Park) তৈরি হচ্ছে আলাদা এনক্লোজার (Enclosure)। এখানকার ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে (Wild Animals Park) এবার দেখা মিলবে সুন্দরবনের হরেক রকমের পাখিদের (Sundarbans Birds)। সবকিছু ঠিকঠাক থকালে চলতি মাসের মধ্যেই পাখিদের জন্য এখানে দুটি এনক্লোজার তৈরি হয়ে যাচ্ছে। অচিরেই স্থানীয় পাখিদের পাকাপোক্ত আবাসস্থল হয়ে উঠবে সবুজে ঘেরা এই পার্ক, আশাবাদী বনকর্তারা।

আরও পড়ুন- Travel: মন জুড়িয়ে হৃদয় রাঙাবে অপরূপ এই সমুদ্র সৈকত! কলকাতার কাছেই এপ্রান্তের খোঁজ জানতেন?

পর্যটকদের জন্য ঝড়খালিতে আগেই তৈরি করা হয়েছিল এই ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কটি। এখানে বাঘ, কুমির-সহ আরও কিছু জীবজন্তু রয়েছে। সুন্দরবনে (Sundarban) বেড়াতে এলে পর্যটকদের একটি বড় অংশ এতল্লাটে বেড়াতে যান। তবে এই পার্কেই এবার পাখিদের জন্য আলাদা দুটি এনক্লোজার তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন- Digha: বেড়ানোর দুরন্ত অভিজ্ঞতা হবে দিঘায়! পর্যটকদের জন্যই অভূতপূর্ব এই উদ্যোগ

এপ্রসঙ্গে রেঞ্জ অফিসার মাতলা রফিক আলি বলেন, "দুটো এনক্লোজার তৈরি হচ্ছে। একটি এনক্লোজার তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আর একটি তৈরির কাজও দ্রুত শেষ হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই ওই এনক্লোজারটি তৈরি হয়ে যাবে। তারপরেই এখানে পাখি এনে রাখা হবে।"

আরও পড়ুন- Travel: কলকাতা থেকে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, শান্ত-স্নিগ্ধ অপরূপ এই নদীপাড় হৃদয় রাঙাবে

বনদফতরের উদ্যোগেই ঝড়খালির ওয়াইল্ড অ্যানিমাল পার্কে তৈরি হচ্ছে দুটি এনক্লোজার। কাজও এগোচ্ছে জোরকদমে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মধ্যেই সুন্দরবনের পাখিদের জন্য এখানে তৈরি হয়ে যাবে নতুন ঠিকানা। তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুন্দরবনে গেলে একবার এই পার্কে বেরিয়ে আসতেই পারেন।

Sundarban West Bengal Wild Animals Park Jharkhali Jharkhali
Advertisment