Student Murder: রোমহর্ষক কাণ্ডে তীব্র চাঞ্চল্য! প্রথম শ্রেমির এক ছাত্রকে থেঁতলে খুনের অভিযোগ ওই স্কুলেরই অষ্টম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রকে আটক করার পর জিজ্ঞাসাবাদে সে খুনের (Murder) কথা স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরুলিয়ার (Purulia) মানবাজারের (Manbazar) এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো আলোচনা ছড়িয়ে পড়েছে।
পুরুলিয়ার মানবাজারের একটি আবাসিক স্কুলের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। গত ৩০ জানুয়ারি স্কুলের (School) পাশের একটি পুকুরের ধার থেকে প্রথম শ্রেণির এক ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
গত ৩১ জানুয়ারি শিশুটির ময়নাতদন্তের পরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। প্রথম শ্রেণির ওই পড়ুয়ার মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবি করেন তার পরিবারের সদস্যরা। পুলিশ তদন্ত শুরু করে ওই আবাসিক স্কুলটির অষ্টম শ্রেণির এক ছাত্রকে আটক করে।
আরও পড়ুন- Pre Wedding Photoshoot: ভুবনভোলানো সৌন্দর্য্যে মুগ্ধ বিদেশিরাও! ওয়েডিং ফটোশুটে বাংলার এপ্রান্তই পছন্দের শীর্ষে!
তাকে জিজ্ঞাসাবাদেই চোখ কপালে ওঠার মতো তথ্য পায় পুলিশ। "স্কুলের ছাত্র মারা গেলে একদিন ছুটি পাওয়া যাবে, এই ভেবেই প্রথম শ্রেণির ছাত্রকে খুন", আটক অষ্টমের পড়ুয়া জিজ্ঞাসাবাদে নাকি এমনই জানিয়েছে পুলিশকে। তবে পুলিশ সবদিক খতিয়ে দেখছে।
আরও পড়ুন- Sundarban: সুন্দরবনে এবার শুধু বাঘ দেখাই নয়, পর্যটকদের জন্য দুরন্ত চমক আর ক’দিনেই!
এপ্রসঙ্গে পুলরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "ওর মনে হয়েছিল বাচ্চাটা মারা গেলে একদিন স্কুলে ছুটি পাবে। এটাই ও বলেছে। তবে আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি।"