/indian-express-bangla/media/media_files/BriXt2HcA3f0EJdtE5Fa.jpg)
Balagarh Incident: সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলেই শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
Balagarh Student Physical Harrassment: সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলেই শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, বিক্ষোভ অভিভাবকদের। বলাগড় থানায় অভিযোগ ছাত্রীর পরিবারের। হুগলির বলাগর মিলনগড় যতীন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ বাড়ুইয়ের বিরুদ্ধে অভিযোগ অসৎ উদ্যেশ্যে ছাত্রীর শরীর স্পর্শ করার। বৃহস্পতিবার স্কুলে খাতা দেখানোর সময় এই ঘটনা ।ছাত্রী বাড়ি গিয়ে মাকে ঘটনার কথা জানায়।
আজ, শুক্রবার অভিভাবকরা স্কুলে বিক্ষোভ শুরু করেন। শিক্ষকদের গেটের বাইরে আটকে বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে স্কুলে পৌঁছায় বলাগড় থানার পুলিশ। অভিভাবকরা দাবী করেন, শিক্ষককে যতক্ষণ গ্রেফতার না করা হবে ততক্ষণ বিক্ষোভ চলবে। পুলিশ জানায়, অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদের অভিযোগ, শিক্ষক এর আগেও ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। স্কুলে মদ্যপ অবস্থায় আসেন।
স্কুলের প্রধান শিক্ষক জানান, ঘটনার কথা জানতে পেরেই স্কুল পরিচালন সমিতিকে জানিয়েছি। ওই শিক্ষক মদ খেয়ে স্কুলে আসে কিনা তা আমার জানা নেই। এলাকার শিক্ষানুরাগী অভিভাবকদের নিয়ে আলোচনা করব।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। অভিযুক্ত শিক্ষক এদিন স্কুলে আসেননি। বাড়িতেও তাঁকে পাওয়া যায়নি।
আরও পড়ুন রেল কোয়ার্টারে খুনের হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণ, পুলিশের জালে গৃহশিক্ষক
অভিযুক্ত শিক্ষক বিশ্বজিৎ বাড়ুই পরে জানান, বৃহস্পতিবার সপ্তম শ্রেণির ক্লাস নিতে যান। ছাত্র-ছাত্রীরা বলে লাইব্রেরীতে যাবে। তাদের লাইব্রেরীতে নিয়ে যান। বই নিয়ে পড়াশোনা করার পর সবাই বেরিয়ে আসে। এর কিছু সময় পর সহ-শিক্ষকদের থেকে জানতে পারেন একটা গুঞ্জন শুরু হয়েছে। হেনস্থা হতে পারেন এই আশঙ্কায় আজ স্কুলে যাননি। ওই ছাত্রীর বয়সী আমার ছেলে আছে। মিথ্যা অভিযোগ করা হয়েছে। আইনি ভাবেই এর জবাব দেব।