Baruipur Incident: বারুইপুরে রেল কোয়ার্টারে নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পেশায় রেলকর্মী গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আনলে নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। শেষমেশ মানসিক অবসাদে চলে যাওয়া ওই নাবালিকাই গোটা ঘটনা জানায় তাঁর পরিবারকে। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। গ্রেফতার অভিযুক্ত রেলকর্মী বিশ্বনাথ সরদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুর রেল স্টেশনের কাছই রেল কোয়ার্টারে থাকেন পেশায় রেলকর্মী বিশ্বনাথ সরদার। ওই রেল কোয়ার্টারেই তিনি টিউশন পড়াতেন। নির্যাতিতা নাবালিকাও তাঁর কাছে টিউশন পড়তেন। অভিযোগ, পড়ার ব্যাচে মাঝেমধ্যেই ওই ব্যক্তি নির্যাতিতার গায়ে হাত দিতেন। এমনকী বাকিদের ছেড়ে দিলেও মাঝে মধ্যেই ওই নাবালিকাকে আরও পড়ানোর অছিলায় তাঁকে বসিয়ে রাখতেন তিনি।
সবাই চলে যাওয়ার পর রেল কোয়ার্টারে দিনের পর দিন ওই নাবালিকাকে ওই ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ। এই ঘটনা কাউকে জানালে নাবালিকাকে খুনের হুমকি দেওয়া হয়, এমনকী তাঁর পরিবারের সদস্যদেরও খুনের হুমকি দিয়েছেন বিশ্বনাথ সরদার নামে পেশায় ওই রেলকর্মী।
আরও পড়ুন- স্বাস্থ্য ভবনে চিঠি CBI-এর, হানা শিয়ালদহের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরেও
আরও পড়ুন- 'নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোনও পাপ করেছিলাম', হঠাৎ কেন একথা কেষ্টর মুখে?
পরিবারের সদস্যদের দাবি, কিছুদিন ধরেই তাদের মেয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল। বাড়িতেও সেভাবে কারও সঙ্গে বেশি কথা বলত না সে। মেয়েটিকে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা।
আরও পড়ুন- West Bengal Weather Update: শক্তি ক্ষয় নিম্নচাপের, দাপট কমেছে বৃষ্টির, পুজোর আগেই ফের জোরালো দুর্যোগ বঙ্গে?
নির্যাতিতা ছাত্রীর কাউন্সেলিং শুরু হয়। সব শেষে পরিবারেরর সদস্যদের গুণধর শিক্ষকের 'কীর্তি' জানায় সে। এরপরেই বারুইপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিশ্বনাথ সরদার। নির্যাতিতার পরিবারের আরও অভিযোগ, কোচিং সেন্টারের অন্য মেয়েদের সঙ্গেও একই ব্যবহার করত ধৃত ব্যক্তি।