scorecardresearch

‘মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব’, হঠাৎ কেন বললেন প্রচণ্ড ‘ক্ষুব্ধ’ মমতা?

নবান্নে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতাকে ‘ভুঁইফোড়’ বলেও কটাক্ষ করেন।

mamata explained why she supported 4 years graduation courses in accordance with national education policy , স্নাতকের পাস-স্নাতকোত্তর বিভ্রান্তি কাটল, ৪ বছরের ডিগ্রি কোর্স নিয়ে কী সাফাই মমতার?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সর্বভারতীয় তকমা খুইয়েছে তৃণমূল। কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী বিজেপি। এসবের মধ্যেই মঙ্গলবার সিঙ্গুরে শুভেন্দু অধিকারী বোমা ফাটিয়েছিলেন। দাবি করেছিলেন, সর্বভারতীয় তকমা হারানোর পরে অমিত শাহকে চারবার ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। যা নিয়েই প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বিরোদী দলনেতা দাবি উড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্নে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতাকে ‘ভুঁইফোড়’ বলেও কটাক্ষ করেন। বলেন, ‘কোনও এক ভুঁইফোড়, কিমভূত কিমাকরার পাবলিক মিটিংকে দাঁড়িয়ে বলছেন সর্বভারতীয় তকমা যাওয়ার পর আমি চারবার ওদের সবচেয়ে বড় নেতা শাহজিকে ফোন করেছিলাম। এটা প্রমাণ করতে পারলে আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব।’

এরপরই বিজেপি নেতৃত্বকে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘বিজেপি মিথ্যা রটনা ও প্রচার করেই চলেছে তৃণমূলের বিরুদ্ধে। চারবার ফোনের বিষয়টি প্রমাণ দিক। না হলে যাঁরা এসব করছেন ও করিয়েছেন আপনারা এর জন্য পদত্যাগ করবেন তো? আমাকে এত সহজ ভাবার কোনও কারণ নেই। আমি দীর্ঘদিনের রাজনীতি করছি। প্রমাণ করতে না পারলে তুমি মানুষের সামনে নাকখত দেবে তো?’

আরও পড়ুন- ভোল বদলে বাংলায় ফের ‘পরিবর্তনে’র ডাক মুকুলের, তৃণমূল যোগে শোনালেন ‘চাপ’ গল্প

মঙ্গলবার সিঙ্গুরে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘সর্বভারতীয় তকমা হারানোর পরে অমিত শাহকে চারবার ফোন করেছেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সাল অর্থাৎ লোকসভা ভোট পর্যন্ত যাতে এই তকমা বজায় থাকে, সেই নিয়ে চার বার ফোন করে অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অমিত শাহজি স্পষ্ট জানিয়ে দেন, তা সম্ভব নয়। নির্বাচন কমিশন যা করেছে নিয়ম মেনেই করেছে।’

আরও পড়ুন- ‘মুকুল বিজেপি বিধায়ক’, ‘চাণক্য’ দিল্লি যেতেই বললেন মমতা

এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা সাফ বলেন, ‘নির্বাচন কমিশন আপনার হাতে মানে আপনি যা খুশি করতে পারেন? নিয়ম কী বলে ১০ বছর পর রিভিউ হয়। শেষবার ২০১৬ সালে রিভিউ হয়েছিল। সেই হিসাবে আমাদের ২০২৬ সাল পর্যন্ত সময় পাওয়া হয়েছিল। আমরা সর্বভারতীয় দল ছিলাম, আর থাকব। দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছিল, থাকবে। বিজেপির হাতে কমিশন আছে, ওরা নির্বাচন কমিশন দিয়ে যা খুশি করাতে পারে। আমাদের পাশে মানুষ আছে। আমরা মানুষকে দিয়ে করাব। মিথ্যা বেশিদিন চলে না। আজ ক্ষমতায় আছেন বলে যা খুশি করবেন না।’

অর্থাৎ সর্ভারতীয় তকমা খোয়ালেও দলের নাম আগের মতই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই থাকছে বলে জানিয়েছেন নেত্রী।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Cm calls amit shah to keep tmcs all india title subhendus demand rejected by mamata