/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/Cm-Mamata-Banerjee.jpg)
জিটিএ-র শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাহাড় সাজাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পাহাড়ে GTA-র শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আইটি হাব, পানীয় জলের প্লান্ট তৈরি থেকে শুরু করে হোম-স্টে, রেস্তোরাঁ, শপিং মল-সহ পাহাড়ের সার্বিক উন্নয়নে GTA-কে ঢালাও সাহায্যের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। এক কথায় এদিন GTA-র শপথ গ্রহণের অনুষ্ঠানে এ যেন কল্পতরু হয়ে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়েক সপ্তাহ আগে নির্বিঘ্নেই মিটেছে পাহাড় ভোট। অনীত থাপার নেতৃত্বে গোর্খা জনমুক্তি মোর্চা GTA পরিচালনার ভার পেয়েছে। এদিন প্রথমেই GTA চেয়ারম্যান পদে শপথ নেন অনীত থাপা। এরপরেই পাহাড়ের উন্নয়নে GTA-কে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচন হয়েছে বলে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়,''এত শান্তির ভোট এর আগে কখনও পাহাড়ে হয়নি। পাহাড়ে শান্তির জন্যই GTA ভোট। গত ১০ বছরে GTA-কে ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।''
এবার পাহাড় সাজানোর লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংকে নতুন রূপে সাজানোর প্রবল ইচ্ছা মুখ্যমন্ত্রীর। শুধু দার্জিলিংই নয়, কালিম্পং, কার্শিয়ং, মিরিকেও উন্নয়নের ঢালাও প্ল্যান মমতার। এপ্রসঙ্গে তিনি এদিন বলেন, ''দার্জিলেঙে আরও শপিং মল, ইন্ডাস্ট্রিয়াল হাব, রেস্তোরাঁ হবে। কালিম্পং, কার্শিয়ঙেও আরও উন্নয়ন করতে চাই। তবে মিরিকের এলাকা ধস প্রবণ। তাই সেখানে ইকো ট্যুরিজম প্রকল্প করা হবে। পাহাড়ে ইন্ডাস্ট্রিয়াল হাব গড়াই লক্ষ্য।''
আরও পড়ুন- সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে দ্রৌপদী, সঙ্গী শুভেন্দু-অগ্নিমিত্রা-সুকান্তরা
কলকাতার পাশাপাশি দার্জিলিংও আইটি-র জন্য খুব ভালো একটি জায়গা হতে পারে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি বলেন, ''আইটি-র জন্য দার্জিলিং খুব ভালো জায়গা। আপনারা পাহাড়ে শান্তি রাখুন। আইটি সংস্থাগুলিকে দার্জিলিঙে আসতে অনুরোধ করব।''
এছাড়াও দার্জিলিঙে পানীয় জলের প্লান্ট তৈরির জন্যও নির্দিষ্ট পরিকল্পনা হাতে নিতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালের মধ্যেই পাহাড়ে বাড়ি-বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ারও আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাহাড়ের চা বাগানগুলি ও চা শ্রমিকদের স্বার্থেও নয়া ভাবনা মুখ্যমন্ত্রীর। চা বাগানগুলিতে হোম স্টে তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য।