Advertisment

তুমুল সংঘাতের আবহেই বিরাট সৌজন্য, মোদীকে বাংলার সুমিষ্ট উপহার মমতার

রাজনীতি মানেই সম্ভাবনার শিল্প।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal cs harikrishna dwibedi got extention for next 6 months ,

অম্লমধুর সম্পর্কের মাঝেও অন্য ছবি।

একশো দিনের কাজ, আবাস যোজনা প্রকল্পে রাজ্যের বকেয়া সহ নানা বিষয়ে কেন্দ্র ও রাজ্য সংঘাত রয়েছে। যার মাত্রা কয়েকগুণ বাড়িয়েছে বিভিন্ন দুর্নীতির অভিযোগে রাজ্য কেন্দ্রীয় এজেন্সির তদন্ত, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। প্রায় নিয়ম করে মোদী সরকারকে তুলোধনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তোপও জারি রয়েছে। কিন্তু এসবের মধ্যেও সৌজন্যের খামতি নেই। জানা গিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যাবে এ রাজ্যের সুমিষ্ট আমের ডালি।

Advertisment

শুধু প্রধানমন্ত্রীর কাছেই নয়, বাক্সবন্দি আম পাঠানো হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছেও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আম সৌজন্য অবশ্য নতুন নয়। নবান্ন সূত্রে খবর, ২০১২ সাল থেকেই এরাজ্যের বিখ্যাত জাতের সব আম বাক্সভর্তি হয়ে প্রধানমন্ত্রী সহ অন্যান্য়দের কাছে পৌঁছে যায় নির্দিষ্ট সময়ে।

দিল্লির রেসিডেন্সিয়াল কমিশন সূত্রে পাওয়া খবর অনুসারে, বিশিষ্ট্যদের উপহারের ডালিতে রয়েছে বাংলার হিমসাগর, লক্ষণভোগ, ল‌্যাংড়া ও ফজলি আম।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এবছর আম পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৯ সালে দুর্গাপুজোর মুখে শারদীয়া উপহার হিসাবে প্রধানমন্ত্রীকে কুর্তা, পাজামা ও মিষ্টি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- শুভেন্দুকে চপেটাঘাত! তৃণমূল সাংসদ সৌগত রায়ের বেলাগাম নিদানে তোলপাড়

tmc bjp Mamata Banerjee modi Jagdeep Dhankhar Droupadi Murmu DY Chandrachud
Advertisment