Advertisment

কেন 'জয় বাংলা' স্লোগান' তাঁর এত প্রিয়? এতদিনে সত্যিটা সামনে আনলেন মমতা

'জয় বাংলা' স্লোগান নিয়ে বিরাট তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
cm mamata banerjee howrah panchla meeting

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এতদিনে 'সত্যিটা' বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে 'জয় বাংলা' স্লোগান নিয়ে এত বিতর্ক তৈরি করেছে বিজেপি, আজ তা নিয়েই বিরাট তথ্য সামনে আনলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কেন তিনি বা তাঁর দলের নেতারা 'জয় বাংলা' স্লোগান দেন, তা খোলসা করলেন তৃণমূল সুপ্রিমো।

Advertisment

বৃহস্পতিবার হাওড়ার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তাঁর নেতৃত্বাধীন সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের 'ফিরিস্তি' দেওয়ার পরেই মুখ্যমন্ত্রী মুখ খুললেন 'জয় বাংলা' স্লোগান নিয়ে। কেন 'জয় বাংলা' স্লোগান দেন তিনি বা তাঁর দলের অন্যরা? এপ্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'জয় হিন্দ স্লোগান সারা ভারতবর্ষ বলে। ওই স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন। বন্দে মাতরম আমাদের জাতীয় গান, সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তৈরি করা। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন জন গন মন অধিনায়ক লিখেছেন তেমনই ওপার বাংলার গানও তাঁরই লেখা। নজরুল বলেছেন তাঁর কবিতার মধ্য দিয়ে 'জয় বাংলা'। তাই আমরাও বলি জয় বাংলা।'

উল্লেখ্য, তৃণমূলের এই 'জয় বাংলা' স্লোগান নিয়ে বিরোধীরা বিশেষ করে বিজেপি কিন্তু বরাবরই বেশ আক্রমণাত্মক। গত মাসে সরস্বতী পুজোর দিনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও তাঁর সংক্ষিপ্ত বক্তৃতা শেষে 'জয় বাংলা' বলেছিলেন। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। বাংলার রাজ্যপালের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের।

আরও পড়ুন- ‘চড়াম-চড়াম’ অতীত, পঞ্চায়েতে এবার বিরোধীদের জন্য ‘শিক-কাবাব’ রেডি রাখছেন মদন!

এমনকী প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় বলেছিলেন, ‘রাজ্যপাল নির্বাচিত সরকারের পরামর্শে চলেন। সেই সরকার যা বলবে রাজ্যপাল সেভাবে চলবে সেটাই তো সংবিধানের বিধান। স্লোগান তো দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পরামর্শেও দিতে পারেন এমনটা হতে পারে। আমি জানি না কি হয়েছে। স্লোগানটা দেওয়া ভুল ও অন্যায়। ভারতের মাটিতে দাঁড়িয়ে একটা বিদেশী স্লোগান দেওয়া যে অন্যায় এটা নিয়ে আমার কোনও সন্দেহ নেই।'

আরও পড়ুন- হাওড়া-বর্ধমান শাখায় বহু লোকাল ট্রেন বাতিল, লিস্টে দূরপাল্লারও, জানুন বিস্তারিত

tmc Mamata Banerjee West Bengal
Advertisment